নিউজ ডেস্ক: এক চরম অমানবিক ঘটনার সাক্ষী থাকল দিল্লি। এক পোষ্যর সঙ্গে এমানবিক আচরণ করে, সেই ভিডিও ইউটিউবে আপলোড করে দেওয়া হল। যেখানে দেখা যায়, এক ইউটিউবার তার পোষ্য কুকুরের পিঠে হাইড্রোজেন বেলুন বেঁধে তাকে হাওয়ায় উড়িয়ে দেন। এরপরই গ্রেপ্তার করা হয় সেই ইউটিউবারকে। জানা যায়, সেই ব্যক্তির নাম গৌরবজোন। তিনি তার চ্যানেলে সেই ভিডিও আপলোড করেন। ভিডিও ভাইরাল হতেই পশুদের প্রতি নৃশংস আচরণের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, যে বহু দেশে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য,নিরীহ কুকুরদের সাথে এরূপ আচরণ করা হয়। এতে ভিউও আসে প্রচুর।সেই ট্রেনডে অনুসরণ করতেই এই ভিডিয়ো শুট করেন গৌরব। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইউটিউবার গৌরব তাঁর পোষ্য কুকুরকে নিয়ে একটি পার্কে বসে রয়েছেন। সেখানেই কুকুরটির পিঠে বেশ কয়েকটি রঙ-বেরঙের বেলুন বেঁধে দিয়েছেন তিনি। এরপর বেলুনে বাঁধা দড়ি টেনে কুকুরটিকে উপরে তুলতে দেখা যায় গৌরবকে। ওই অবস্থায় কুকুরটিকে কিছুক্ষণ দৌড় করান গৌরব।
গৌরবকে ভিডিওতে বলতে শোনা যায়, কুকুরটি দৌঁড়লেই উড়তে শুরু করবে। কিন্তু তাতেও কুকুরটি না ওড়ায় গৌরব বলেন, আরও দুটি বেলুন বেঁধে দিলে কুকুরটি উড়বে। কিছুক্ষনের মধ্যেই কুকুর হাওয়ায় ভাসতে শুরু করে। এই ভিডিও ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এরপরই দিল্লির মালব্য নগর থানায় মামলা দায়ের করা হয় গৌরবের বিরুদ্ধে।
এই ব্যাপারে দিল্লি পুলিশ জানান, গৌরবের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন এবং পশু সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের হয়েছে। এদিকে ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন গৌরব। যদিও ভিডিওটি তিনি ডিলিট করে দিয়েছেন। পোষ্য কুকুরের সঙ্গে এরূপ আচরণ করার আগে তিনি তার সুরক্ষার যাবতীয় ব্যবস্থা নিয়েছিলেন বলেও দাবী করেন ইউটিউবার। পাশাপাশি তিনি মেনে নেন, বিদেশি ভিডিও দেখে এরূপ ভিডিও বানানোর কথা তাঁর মাথায় আসে।