Homeটেক আপডেটদুটি ফোনেই ব্যবহার করা যাবে একটি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নতুন ফিচারস হোয়াটসঅ্যাপের

দুটি ফোনেই ব্যবহার করা যাবে একটি হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নতুন ফিচারস হোয়াটসঅ্যাপের

ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন ব্যবহারকারী প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। হোয়াটসঅ্যাপও মাঝে মাঝে তাদের ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচারস এনে থাকে। এবার হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারস আনতে চলেছে যেখানে কোনো একটি হোয়াটসঅ্যাপ ইউজার তার একটি নাম্বার দুটি ডিভাইসে ব্যবহার করতে পারবে।

এর আগে হোয়াটসঅ্যাপে একটি নাম্বার দুটি ডিভাইসে ব্যবহার করা যেত না। দ্বিতীয় ডিভাইসে নাম্বারটি এড করার সঙ্গে সঙ্গে প্রথম ডিভাইস থেকে সে নাম্বারটি লগ আউট হয়ে যেত তাই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময় সমস্যার সম্মুখীন হতো কিন্তু এবার তা হবেনা। ব্যবহারকারীরা দুটি ফোনে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

একটি ওয়েবসাইটে রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে হোয়াটসঅ্যাপ এই ফিচারস এর ওপর ২০১৯ থেকে কাজ করে আসছে ইতিমধ্যে অ্যান্ড্রয়েডের বিটা আপডেটে এই ফিচারটি যোগ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি ভাবে এই ফিচারটি তারা হোয়াটসঅ্যাপে যোগ করবে। এছাড়াও লকডাউনে হোয়াটসঅ্যাপে অন্যান্য আরো অনেক কিছু ফিচারস যোগ করা হয়েছে। গ্ৰুপ কলিং এ তারা ৮ জন ব্যবহারকারীদের একসাথে গ্ৰুপ ভিডিও কলিং করার নতুন আপডেট এনেছেন। মেসেজ ফরওয়ার্ড ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম এনেছে যার ফলে ৭০ শতাংশ ভূয়ো খবর আটকাতে পেরেছে হোয়াটসঅ্যাপ।

RELATED ARTICLES

Most Popular