Homeজাতীয়উত্তর প্রদেশকরোনা ঠেকায়ে সপ্তাহান্তে ৪ দিনের 'পুরোপুরি' লকডাউনে যোগী রাজ্য

করোনা ঠেকায়ে সপ্তাহান্তে ৪ দিনের ‘পুরোপুরি’ লকডাউনে যোগী রাজ্য

ওয়েব ডেস্ক : আনলক ২ এর পর থেকে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিদিন ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যের তরফে নতুন করে চলছে করোনা মোকাবিলার প্রস্তুতি৷ সংক্রমণকে বাগে আনতে বৃহস্পতিবার রাতে আচমকা লকডাউনের ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। শুক্রবার রাত ১০টা থেকে আগামী সোমবার সকাল ৫ টা পর্যন্ত চলবে এই লকডাউন। সরকারি নির্দেশিকা অনুযায়ী লকডাউনের এই কদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত অফিস, কাছারি, দোকান, বাজার৷ শুধুমাত্র ছাড় দেওয়া হবে অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবার ক্ষেত্রে।

এবিষয়ে রাজ্যের মুখ্যসচিব আরকে তেওয়ারি জানান, বর্তমানে করোনা সংক্রমণের পাশাপাশি এই মরসুমে ম্যালেরিয়া, ডেঙ্গি, কালাজ্বর জাতীয় বিভিন্ন রোগের কথা মাথায় রেখে ১০ জুলাই রাত ১০ থেকে ১৪ জুলাই ভোর ৫ টা অবধি লকডাউন জারি থাকবে। এই ৪ দিন শুধুমাত্র মেডিক্যাল সপ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সমস্ত অফিস কাছারি, বাজার, হাট, শস্যের বাজার, বাণিজ্যিক কমপ্লেক্স বন্ধ থাকবে। তবে দোকান বাজার বন্ধ থাকলেও রেল পরিষেবা চলবে। এমনকি সীমিত সংখ্যক বাস চলবে রেলযাত্রীদের জন্য।

তবে এক্ষেত্রে পণ্য পরিষেবার চলাচলে কোনও নিষেধাজ্ঞা নেই। পাশাপাশি সাফাই কাজ ও পানীয় জলের সাপ্লাই পরিষেবার ক্ষেত্রেও ছাড় রয়েছে। তবে গ্রামীন এলাকায় শিল্প ও সারা রাজ্য জুড়ে নির্মাণ কাজ যে সব হচ্ছে, সেগুলি চলবে এই দুই দিন। দীর্ঘ কয়েকমাস লকডাউনের পর গত ২ মাস চলছে আনলক পর্ব। স্বাস্থ্যবিধি মেনে অফিস কাছারি দোকান পাট খোলা হলে ক্রমশ সংক্রমণ হু হু করে ছড়াচ্ছে৷ এর জেরে দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা নজর কাড়ছে দেশবাসীর। এই পরিস্থিতিতে শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার বিকেল থেকে আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন কন্টেইনমেন্ট এলাকাগুলিতে লকডাউনের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছে লকডাউন পর্ব৷

RELATED ARTICLES

Most Popular