Homeএখন খবরগায়ে হলুদ থেকে মধুচন্দ্রিমা! নেটিজেনদের জোর চর্চায় দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল...

গায়ে হলুদ থেকে মধুচন্দ্রিমা! নেটিজেনদের জোর চর্চায় দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল

ওয়েব ডেস্ক : মনের মানুষের সাথে সাত পাকে বাধা পড়েছেন। সম্প্রতি গৌতম কিচলুর সঙ্গে বিয়ের পর এমনই মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। মেহেন্দি থেকে শুরু করে গায়ে হলুদ, রূপের ছটায় যেন ঝলমল করে উঠতে শুরু করেন কাজল। বিয়ের অনুষ্ঠান শুরু পর থেকেই নানারকম অনুষ্ঠানে একেক রকম সাজে উপস্থিত হতে দেখা যায় অভিনেত্রীকে। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠান শুরুর পর থেকেই নেটিজেনদের জোর চর্চায় রয়েছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।

করোনা পরিস্থিতিতে জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান না করে শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে সারেন অভিনেত্রী। কিন্তু তাতে কি? করোনা আবহ হলেও অভিনেত্রীর জৌলুস কিন্তু কম ছিল না। বিয়ের লেহঙ্গা থেকে শুরু করে রিসেপশনের গাউন, সবকিছুতেই নেটিজেনদের নজর কাড়েন কাজল। এমনকী, বিয়ের পর করওয়া চৌথেও সাজেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে জমকালো সাজে নেটিজেনদের সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। করওয়া চৌথের পর পরই মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপে উড়ে যান কাজল আগরওয়াল। আপাতত সেখানেই একান্তে সময় কাটাচ্ছেন কাজল-গৌতম।

এদিকে হানিমুনে গিয়ে স্বামীর সাথে একের পর এক ছবি প্রকাশ্যে আনেন দক্ষিণী অভিনেত্রী। মালদ্বীপ যাওয়ার পরপরই লাল রঙের ফ্লোরাল গাউনে দেখা যায় কাজলকে সেই ছবি মূহুর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই মালদ্বীপ থেকে দুজনে একান্তে সময় কাটানোর নতুন ছবি ফের প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কাজল আতরওয়াল।

RELATED ARTICLES

Most Popular