বচ্চন গিরি, লালগড়ঃ পুর্ব মেদিনীপুরের অমর্শী থেকে লালগড় এই দেড়শ কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে এলেন ৫৯ বছরের একা মহিলা। লক ডাউনে চলায় গাড়ি চলছেনা অথচ বাপের বাড়ি আসা হয়নি অনেকদিন তাই ঠিক করলেন সাইকেল চালিয়েই চলে আসবেন। যেমন ভাবা তেমনই কাজ। নিজের সম্পর্কিত এক নাতিকে নিয়েই বেরিয়ে পড়েছিলেন মঙ্গলবার ভোর রাতে আর লালগড়ে পৌঁছালেন ঠা ঠা দুপুরে। কিন্তু সাদর অভ্যর্থনার পরিবর্তে জুটল বিড়ম্বনা।
তাঁর লালগড়ে আসায় করোনা আতঙ্ক ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত অমর্শীর বাসিন্দা ভারতী চক্রবর্তী যখন নাতিকে নিয়ে লালগড়ের বাবুপাড়ায় তার ভাইপোর বাড়িতে দুপুর ১২:৩০ নাগাদ এসে পৌঁছান তখনও তিনি জানতেন না যে সোমবার রাতেই পশ্চিমবঙ্গের যে চারটি জেলাকে সরকার রেড জোন ঘোষনা করেছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর রয়েছে। এদিকে তিনি না জানলেও টিভির দৌলতে তা জেনে গেছেন লালগড়ের জনতা। ফলে বাবুপাড়ার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন ।
বিশেষ সূত্রে খবর একসময় লালগড়ের বাবুপাড়ায় বাপের বাড়ির পাশে নিজেরও বাড়ি ছিল ভারতী দেবীর। স্বামী মারা যাওয়ার পর সম্পত্তি বিক্রি করে দিয়ে অমর্শীতে মেয়ের বাড়িতে চলে যান। ইতিমধ্যেই সমগ্র পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর। তারমধ্যে এদিন হঠাৎ ওই মহিলা লালগড়ে এসে পৌঁছলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। বিনপুর ১ ব্লকের বিডিও কে খবর দেওয়া হলে বিডিওর তৎপরতায় ওই মহিলার ভাইপো এবং নাতিকে প্রথমে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করে হোম কোয়ারিন্টনে পাঠানো হয় এবং ওই মহিলাকে অমর্শীতে ফেরত পাঠানো হয় বিকেল নাগাদ। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে।