Homeএখন খবরশীতের কার্নিভালে জমজমাট মেদিনীপুর, ৩হাজার প্রতিযোগীর বৃহত্তম উৎসবে মাতাল শহর

শীতের কার্নিভালে জমজমাট মেদিনীপুর, ৩হাজার প্রতিযোগীর বৃহত্তম উৎসবে মাতাল শহর

নিজস্ব সংবাদদাতা: শুধু একটা উৎসবকে ঘিরে তিন হাজার প্রতিযোগীর সমাবেশ এর আগে কখনও দেখেনি মেদিনীপুর শহর। দেখেনি সর্বোচ্চ ৩০হাজার টাকা থেকে সর্বনিম্ন ১০হাজার টাকার ব্যক্তিগত অঙ্কের পুরস্কার। হ্যাঁ, মেদিনীপুর শহরের শীতের কার্নিভালের সব চেয়ে বড় বৈশিষ্ট বোধহয় এটাই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই প্রথম মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন কার্নিভাল যেখানে গ্রাম আর শহরকে এক ছন্দে বেঁধেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। কার্নিভালে নাচ ,গান, সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই কিন্তু তার চেয়েও বড় বৈশিষ্ট হল এর প্রতিযোগিতা বিভাগ। ম্যারাথন , তীরন্দাজি, দাবা , ফটোগ্রাফি, ব্যাডমিন্টন, পুষ্প এমনকি ফসল ফলানোর প্রতিযোগিতা রয়েছে এখানে। ১০টিরও বেশি বিভাগে এখানে অংশ নিচ্ছেন ৩হাজার প্রতিযোগী আর গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষকে অংশগ্রহন করানোর উদ্যোগ নেওয়া হয়েছে এখানে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১০থেকে ১২জানুয়ারি অবধি চলা এই কার্নিভালের উদ্বোধন হয়ে গেল শুক্রবার। উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপ্রাত্র। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শাসক রেশমি কমল জানালেন, ” জেলাবাসীকে উৎসবের আনন্দ দেওয়ার পাশাপাশি তাঁদের এই উৎসবে সক্রিয় অংশগ্রহন ঘটাতেও চেয়েছি আমরা । আমাদের উদ্দেশ্য সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে অংশ নিতে পারে, তাঁদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উৎসবের প্রতিযোগিতার মধ্যে সর্বাধিক বড় অংশের পুরস্কার রয়েছে ১০মাইল ম্যারাথনের জন্য ৩০হাজার, এরপরই মহিলাদের ৫মাইল দৌড় যার প্রথম পুরস্কার ২০হাজার। এছাড়া বিভিন্ন বিভাগে ১০হাজার টাকা সহ নানা অঙ্কের পুরস্কার রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উৎসবের সূচনায় কার্নিভালের মূল সুরটি পরিবেশন করেন বিদ্যাসাগর শিশু নিকেতনের পড়ুয়ারা। বর্ণাঢ্য একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা মেদিনীপুরের ইতিহাস সংস্কৃতি ও ভুগোলকে তুলে ধরেন। 

RELATED ARTICLES

Most Popular