Homeএখন খবরলঞ্চ হয়েছে Whatsapp Pay, কিন্তু কতটা সুরক্ষিত এই অ্যাপ!

লঞ্চ হয়েছে Whatsapp Pay, কিন্তু কতটা সুরক্ষিত এই অ্যাপ!

টেক ডেস্ক: অনলাইন শপিং করার সময় আমরা পেটিএম, গুগল পে ইত্যাদি ব্যবহার করে থাকি। তবে এখন থেকে এই সুবিধা পাওয়া যাবে আমাদের সকলের পছন্দের ম্যাসেজিং অ্যাপ WhatsApp -এ। দু’বছর বিটা মোডে Whatsapp Pay চালানোর পর অবশেষে পেমেন্ট সিস্টেম চালুর অনুমতি প্রিয় জনপ্রিয় চ্যাটিং অ্যাপ Whatsapp। সেই অনুসারে এইবার ভারতে সবাই ব্যবহার করতে পারবেন এই অ্যাপটি। WhatsApp ইনকর্পোরেশন, ফেসবুক অধিকৃত এই সংস্থাটি শুক্রবার লঞ্চ করে দিয়েছে তাদের পেমেন্ট প্লাটফর্ম WhatsApp pay। তবে কতটা সুরক্ষিত এই অ্যাপ!
কারণ বর্তমানে দেশের প্রত্যেকটি পেমেন্ট প্ল্যাটফর্ম টাকা চুরির ঘটনা নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছ ব্যবহারকারীরা। তাই হোয়াটসঅ্যাপ পে-র ক্ষেত্রে এই প্রশন ওঠা অস্বাভাবিক কিছুই নয়। তাঁর মধ্যে এটি একটি মেসেজিং প্লাটফর্ম এবং এই ধরনের প্লাটফর্ম এ টাকা চুরির ভয় আরও বেশি থাকে।

তবে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পেমেন্ট সম্পূর্ণরূপে সিকিউরিটি মেনেই করা হবে। তারা জানিয়েছে, তাদের প্রত্যেকটি ফিচারের মত WhatsApp Payment ফিচারেও অত্যন্ত কঠিন সিকিউরিটি সেটিং রয়েছে। একটি পার্সোনাল ইউপিআই পিন যদি আপনি না দেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব নয়।

প্রথম পর্বে শুধুমাত্র ২০ মিলিয়ন ব্যবহারের কাছে WhatsApp Pay প্ল্যাটফর্ম পৌঁছাবে। তারপর ধীরে ধীরে বাকিদের কাছেও এই প্লাটফর্ম পৌঁছে যাবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা বর্তমানে পাঁচটি ভারতীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছে। এই ব্যাংকের তালিকায় রয়েছে, ভারতীয় স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এবং জিও পেমেন্ট ব্যাঙ্ক। এই পাঁচটি ব্যাংকের মাধ্যমে WhatsApp Pay- এর পেমেন্ট সার্ভিস কাজ করবে।

তবে হোয়াটসঅ্যাপে অত্যন্ত বেশি ব্যবহারকারী থাকা দুশ্চিন্তার একটি বড় কারণ। সমস্যা হল সোস্যাল ইন্জিনিয়ারিং অ্যাটাক। এর মাধ্যমে মানুষের ইন্সটিংক্ট ব্যবহার করে ব্যবহারকারীর ক্রেডিট কার্ডের ডিটেল এবং পাসওয়ার্ড বের করে দেওয়া সম্ভব। মনে করুন, আপনার জন্মদিন ১৫ ই সেপ্টেম্বর। তাহলে এরকম অনেকেই রয়েছে, যাদের ইউপিআই পিন তাদের জন্মদিন অর্থাৎ এক্ষেত্রে ১৫০৯। হোয়াটসঅ্যাপে আপনার অনেক বেশি পরিচিত লোকেরা রয়েছেন। এই কারণে তাদের কাছে আপনার জন্মদিন জেনে ফেলা এবং তা থেকে আপনার ইউপিআই পিন অনুমান করে ফেলা খুব একটা বড় ব্যাপার নয়। এই কারণে চ্যাটিং প্লাটফর্ম হওয়ায় WhatsApp Pay যে খুব একটা সুরক্ষিত নয় বলেই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন।

এছাড়াও WhatsApp Pay প্লাটফর্মে ডাটা সিকিউরিটি নিয়ে বেশ কিছু সমস্যা পরবর্তীকালে আসতে পারে। বিগত দুই বছরে ইউপিআই প্লাটফর্মে জালিয়াতির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এবং এই নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধুমাত্র রিজার্ভ ব্যাংক নয়, দেশের বড় বড় সিকিউরিটি রিসার্চাররা ও এই নিয়ে বেশ দুশ্চিন্তায়। গ্র্যান্ড থর্নটোন ভারত LLP- এর পার্টনার এবং সাইবার লিডার অক্ষয় গরকেল জানিয়েছেন, ” যেহেতু হোয়াটসঅ্যাপের একটি বিশাল বড় ব্যবহারকারীর বেস রয়েছে, তাই তাদের একেবারে ইউপিআই নির্ভর প্লাটফর্ম ব্যবহার করা উচিৎ নয়। কারণ ইউপিআই ব্যবহার করলে ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি হুমকির সম্মুখীন হতে পারে। পরিবর্তে তারা একটি আলাদা নন ইউপিআই ওয়ালেট তৈরি করে তার মাধ্যমে অনলাইন পেমেন্ট ফেসিলিটি নিয়ে আসতে পারে। তাতে মানুষের টাকা অনেকটা বেশি সুরক্ষিত থাকার সম্ভাবনা রয়েছে।”

এছাড়াও আমাদের পরামর্শ, শুধু WhatsApp Pay নয়, অন্যান্য যে কোনও অনলাইন সংস্থায় পেমেন্ট করার সময় সাবধানতা অবলম্বন করা উচিৎ। পাসওয়ার্ড ব্যবহারের সময় সহজেই হ্যাক করা যায় এমন চেনা-জানা সংখ্যা বা অক্ষর ব্যবহার না করাই ভালো।

RELATED ARTICLES

Most Popular