Homeএখন খবরফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বুধবার ভাসবে দক্ষিণবঙ্গ

ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বুধবার ভাসবে দক্ষিণবঙ্গ

ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণের জেলা গুলিতে৷ তারওপর ফের বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর জেরে বুধবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপরে আগামিকাল যে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হতে চলেছে, তা ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। এর জেরে মঙ্গলবার সকাল থেকেই দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। এদিকে নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্রমশ পশ্চিম দিকে সরবে। এরপর ক্রমশ ওই নিম্নচাপ শক্তিশালী হয়ে উঠবে। তবে শুধুমাত্র বৃষ্টি নয়। সেই সাথে উপকূলে চলবে ঝোড়ো হাওয়া৷

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একই সাথে বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বেশি হবে। উপকূলে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি মঙ্গলবার দুপুরের পর থেকে কলকাতায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

এমনকি ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে কলকাতার বিভিন্ন রাস্তায়। গভীর নিম্নচাপের কারণে বুধবারও একইরকম আবহাওয়া থাকবে কলকাতায়। তবে শুধুমাত্র নিম্নচাপ নয় পাশাপাশি মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে। ফলে নিম্নচাপ সরে গেলেও চলতি সপ্তাহে দফায় দফায় ভিজবে দক্ষিণবঙ্গ।

RELATED ARTICLES

Most Popular