Homeএখন খবরবিকাল গড়িয়েই বৃষ্টির সম্ভবনা খড়গপুর , মেদিনীপুরে, বৃষ্টি হতে পারে বেলদা, ঘাটাল...

বিকাল গড়িয়েই বৃষ্টির সম্ভবনা খড়গপুর , মেদিনীপুরে, বৃষ্টি হতে পারে বেলদা, ঘাটাল , ঝাড়গ্রামেও

নিজস্ব সংবাদদাতা: দোলের পর্ব চুকতেই ফের আকাশে দুর্যোগের মেঘ। হঠাৎ অনুভূত গরম জানিয়ে দিয়েছে আবার প্রকৃতির খাম খেয়ালিপনায় ভুগতে চলেছে খড়গপুর , মেদিনীপুর, ঘাটাল, বেলদা, ঝাড়গ্রাম সহ বিস্তির্ন দক্ষিনবঙ্গ বিশেষ করে গাঙ্গেয় বাংলা। কারন আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এদিন রাতে। এর প্রভাবে বুধ-বৃহস্পতিবার আবহাওয়ার ব্যপক পরিবর্তন ঘটে গেছে জম্মু-কাশ্মীর সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে যার মধ্যে রয়েছে বাংলাও।
আবহাওয়া দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টি হতে চলেছে এবং তারও পশ্চিমে খড়গপুর , মেদিনীপুর , ঝাড়গ্রামে সম্ভবনা বেশি । বৃহস্পতি ও শুক্রবার তাই দুই শহরের সাথেই ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝড় হওয়ার পূর্বাভাস। বুধবার সন্ধ্যের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের বেশকিছু জেলাতেও।

 

মঙ্গলবার রাত থেকেই মেঘ ঘনিয়েছিল দুই শহরের মাথায়। ছিটে ফোঁটা বৃষ্টিও হয় রাতে। বুধবার দুপুরের পর ঘন কালো মেঘ ঢেকেছে আকাশ। আর সেই পথ ধরেই বিকেলের পর দেখা দিয়েছে ঝড়বৃষ্টির সম্ভবনা । মঙ্গলবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে ছিল । বাতাসে আর্দ্রতরা পরিমাণ বেশি থাকায় বেড়েছে অস্বস্তি । হয়ত বৃহস্পতি-শুক্রবার উত্তরবঙ্গেও হতে পারে বৃষ্টি। বুধবার সকালে খড়গপুর শহরের তাপমাত্রা ৩১ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সকালেই তাপমাত্রা ছিল ২৭। একদিনে প্রায় চার  ডিগ্রি তাপমাত্রা বেড়েছে । আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ওয়েদার অনুসরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৬ শতাংশ। দক্ষিন পশ্চিম মুখি বাতাসের গতি ৮ থেকে ১০কিলোমিটার প্রতি ঘণ্টায়।

 

আবহাওয়া দপ্তর জানাচ্ছে , পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রাজস্থানে। আরব সাগরে উচ্চচাপ বলয়। উত্তর-পশ্চিম ভারতে আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়া সংঘাতেই ঝড় বৃষ্টি। জম্মু-কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ তুষারপাতের সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে পঞ্জাব এবং ওড়িশায়। ঝড়-বৃষ্টি, শিলা বৃষ্টি হবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, ঝাড়খণ্ড ও ওড়িশায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি উত্তর প্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলির বৃষ্টির সম্ভাবনা বেশি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ, বুধবার রাতের দিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস আরও বলেছে যে শুক্রবার অবধি এই ঝড় বৃষ্টি চলবে।

RELATED ARTICLES

Most Popular