Homeপ্রযুক্তিস্মার্টফোন বিক্রিতে Samsung কে টোপকে দ্বিতীয় স্থান অধিকার করল Vivo প্রথম স্থানে...

স্মার্টফোন বিক্রিতে Samsung কে টোপকে দ্বিতীয় স্থান অধিকার করল Vivo প্রথম স্থানে কে??

ডিজিটাল ডেস্ক: ভারতে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের মধ্যে প্রথম স্থানে রয়েছে Xiaomi আর এর পরেই আসত Samsung কিন্তু মার্কেট রিসার্চ সংস্থা Canalys রিপোর্ট অনুযায়ী Samsung তাদের দ্বিতীয় স্তান হারাচ্ছে এবার তৃতীয় স্থানে বসতে চলেছে এই কোম্পানিটি দ্বিতীয় স্থান অধিকার করল Vivo

Photo ’gadgets 360’

Canalys এর রিপোর্ট অনুযায়ী Vivo ভারতের স্মার্টফোন বাজারের ১৯.৯ শতাংশ দখল করে রেখেছে। চিনের এই কোম্পানিটি ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে গোটা দেশে মোট ৬৭ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে। যেটি ২০১৯ সালে ত্রৈমাসিকে ছিল ৪৫ লক্ষ এই কোম্পানির এক বছরে ৪৮.৯ শতাংশ বিক্রি বেড়েছে যার ফলে তারা Samsung কে টপকে দ্বিতীয় স্থান অধিকার করল।

Samsung ২০১৯ সালের ত্রৈমাসিকে বিক্রি ছিল ৭৩ লক্ষ কিন্তু ২০২০ সালের ত্রৈমাসিকে সেই বিক্রি কমে দাঁড়িয়েছে ৬৩ লক্ষ অর্থাৎ প্রায় ১৩.৭ শতাংশ বৃদ্ধির হার কমেছে।

তার সাথে আগের বছরের তুলনায় এই বছরের ত্রৈমাসিকে ২০০ শতাংশ বিক্রি বেড়েছে OPPO এর সাবব্র্যান্ড Realme এর ব্রান্ডটি ভারতে বাজারে বাজেট সেগমেন্টর মধ্যে ফোন লঞ্চ করে চতুর্থ স্থানে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular