Homeএখন খবরক্লাশ এইট পাশ করলেই সরকারি সম মর্যাদার চাকরি শিলিগুড়ি পৌর নিগমে

ক্লাশ এইট পাশ করলেই সরকারি সম মর্যাদার চাকরি শিলিগুড়ি পৌর নিগমে

কাজের কথা, শিলিগুড়ি 

নিজস্ব সংবাদদাতা:  এবছরই দেড়শ পৌরসভা আর সামনের বছর বিধানসভার নির্বাচন। স্বভাবতই চাকরির ঝাঁপি খুলছে রাজ্য সরকার। আগামী কয়েকমাস বিভিন্ন শুন্যপদে নিয়োগ করবেন সরকার, পাশাপাশি সৃষ্টি করা হবে নতুন কিছু পদও। চাকুরি প্রার্থী তরুন তরুনী দের জন্য এই সময়টা খুবই উজ্জ্বল ও সম্ভাবনাময়। নজর রাখতে হবে কোথায় কোন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হচ্ছে। বাংলার বেকার যুবক যুবতীর কথা মাথায় রেখে ‘ দ্য খড়গপুর পোষ্ট’ তাই চালু করছেন নতুন বিভাগ ‘কাজের কথা।’ যাঁরা এই বিষয়ে নজর রাখতে চান তারা আমাদের ফেসবুক পেজ লাইক করে রাখতে পারেন অথবা আমাদের নোটিফিকেশন ক্লিক করে রাখুন। সরাসরি খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত হতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে ‘ join’ অনুরোধ পাঠান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার চলে আসুন ‘কাজের কথা’য়।   গ্রুপ ডি পদে স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল শিলিগুড়ি পুরনিগম। পাঁচটি পদে মোট ৫৫ জনকে নিয়োগ করা হবে। পদবিন্যাস: সাফাই কর্মী-৩৬,শ্রমিক-১১, পিওন-৬ , মজদুর-১ নিরপত্তারক্ষী-১
বয়স : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে হবে। বয়সের সর্বোচ্চ সীমা ৪০।
তপশিলী জাতি ও উপজাতির প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় ছাড় পাবেন। ৪৫ বছর পর্যন্ত তাঁরা আবেদন জানাতে পারবেন। অন্যদিকে ওবিসি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীরা বয়সের সর্বোচ্চসীমায় তিন বছর ছাড় পাবেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। পাশাপাশি বাংলা বা নেপালি পড়তে ও লিখতে জানতে হবে।
১) সাদা কাগজে আবেদন করতে হবে। ২) সঙ্গে বায়োডেটা ও সব শংসাপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ৩) বায়োডেটায় একটি ছবি লাগাতে হবে। ছবিতে স্বাক্ষর করতে হবে। আবেদন করবেন এই ঠিকানায়:- কমিশনার, শিলিগুড়ি পৌর নিগম,  বাঘাযতীন  রোড, ডাক-শিলিগুড়ি, জেলা-দার্জিলিং, ডাক সূচক-৭৩৪০০১


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অথবা ইংরাজিতে, The Commissioner
Siliguri Municipal Corporation, Baghajatin Road, p.O r- Sitiguri, Disr – Darieeting,734O01
আবেদনের শেষ তারিখ : ২০ মার্চ, ২০২০, দুপুর তিনটের মধ্যে সেই আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনের সংগে প্রয়োজনীয় নথি পাঠাবেন। বাংলার যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন করতে পারেন। আরও বিস্তারিত জানতে দেখুন শিলিগুড়ি পুর নিগমের দেওয়া নিমোক্ত বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তি 
RELATED ARTICLES

Most Popular