ওয়েব ডেস্ক : আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে আন্তর্জাতিক বাজারে ক্রমশ ঊর্ধ্বমুখী সোনার দাম। এর জেরে ভারতের বাজারে সোনার দাম বাড়ছে। গত মাসের প্রথমদিকে সোনার দাম কমলেও পুজোর পর গত দু’দিনে ফের ঊর্ধমুখী সোনা। রবিবারের পর সোমবারও এ দেশে মোটের উপর বেড়েছে হলুদ ধাতুর দর। গত অগস্টে এদেশে রেকর্ড গড়েছিল সোনা দর। সেসময় ৫৬ হাজারের কাটা ছুঁয়েছিল সোনা। তারপর ধীরে ধীরে কমতে শুরু করেছিল। সোমবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৯,৯৭০ টাকা। যা রবিবারের তুলনায় সামান্য বেশী।
এদিন কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৪৯৯৭ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৩৯৯৭৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৪৯৯৭০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৯৭০০ টাকা। এদিকে ২২ ক্যারেটের পাশাপাশি সোমবার কলকাতায় ২৪ ক্যারেটের দামও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। সোমবার কলকাতায় ২৪ ক্যারেট খাঁটি সোনার ১ গ্রামের দাম ৫০৯৭ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৭৭৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৯৭০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৯৭০০ টাকা।
তবে শুধুমাত্র সোনা নয়, সোনার সাথে পাল্লা দিয়ে সোমবার কলকাতায় প্রতি কেজিতে রুপোর দাম বেড়েছে৷ সোমবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬১.৭০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৯৩.৬০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬১৭ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬১৭০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬১৭০০ টাকা। এদিকে কলকাতার পাশাপাশি এদিম এক এক রাজ্যে সোনা এবং রুপোর দাম এক এক রকম। ফলে বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।