Homeআন্তর্জাতিকমধ্য রাতে আইসিইউ-তে সরানো হল করোনা আক্রান্ত বৃটেনের প্রধান মন্ত্রী বরিস জনসনকে,...

মধ্য রাতে আইসিইউ-তে সরানো হল করোনা আক্রান্ত বৃটেনের প্রধান মন্ত্রী বরিস জনসনকে, খোঁজ নিচ্ছেন উদ্বিগ্ন রানী

নিজস্ব সংবাদদাতা : বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সেন্ট টমাস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়েছে। মধ্য লন্ডনের এই হাসপাতালেই গত রবিবার থেকে ভর্তি ছিলেন ৫৫বছর বয়সী প্রধানমন্ত্রী। গত ২৪ঘন্টায় তাঁর অবস্থার অবনতি হওয়ার জন্যই তাঁকে আইসিইউতে সরানো হয়েছে বলেই হাসপাতাল সুত্রে জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর ডয়িং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, তিনি অক্সিজেন নিতে পারছেন। প্রতিষেধক ব্যবস্থা হিসাবেই তাঁকে আইসিইউতে সরানো হয়েছে।

বৃটেনে ইতিহাসে এর আগে প্রধানমন্ত্রীর উত্তরসুরী বা অনুপস্থিতিতে কে কাজ করবেন সেরকম কোনও নিয়ম চালু ছিলনা। এবারই প্রথম বরিস হাসপাতালে যাওয়ার আগে বিদেশমন্ত্রী ডোমিনিক রাব কে এই দায়িত্ব দিয়ে গেছিলেন। রাব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘কিছু আগেও যথেষ্ট মানসিক দৃঢ়তা নিয়েই ছিলেন জনসন। এখনও তিনিই অফিস চালাচ্ছেন। একদল মেধাবী বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষনে রয়েছেন তিনি। শীঘ্রই সংকট কাটিয়ে উঠবেন।’ উল্লেখ্য এই মুহূর্তে ইংল্যান্ডে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সরকারি ভাবে ৫ হাজার ৩৭৩। ভার্চুয়াল লকডাউন চলছে সে দেশে। রেস্তোরাঁ , বার, অধিকাংশ দোকানপাট বন্ধ। মুখ থুবড়ে পড়ার মতই অবস্থা বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ।

কী ভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায় তার রাস্তা খোঁজা হয়েছে সাম্প্রতিক মন্ত্রী সভার শেষতম বৈঠকে। আর তারই মধ্যেই গত ২৬শে মার্চ কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে বরিসের দেহে। ১০দিন নিজেকে আইসোলেশনে রাখার পর প্রবল জ্বর আর কফের উপসর্গ নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী। তাঁকে শেষবার দেখা গেছিল একটি ভিডিওতে গত শুক্রবার এবং তখনই তাঁকে বেশ অসুস্থ ও উদ্বিগ্ন মনে হচ্ছিল। ইউনিভর্সিটি কলেজ লন্ডনের এক চিকিৎসা বিদ্যার অধ্যাপক ডেরেক হিল জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে আইসিইউতে স্থানান্তরিত করার অর্থই তিনি বেশ ভাল রকমের অসুস্থ হয়েছেন।”

ইংল্যান্ডের রাজদরবার ব্যাকিংহ্যাম প্যালেস সুত্রে জানানো হয়েছে রানী এলিজাবেথ বিষয়টি সম্পর্কে অবহিত এবং তিনি নিয়মিত খবরাখবর নিচ্ছেন। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন শীঘ্রই সংকট কাটিয়ে উঠবেন জনসন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর সাথে আক্রান্ত হয়েছেন বৃটেনের অর্থমন্ত্রীও। প্রাথমিক ভাবে উপসর্গ দেখা দিয়েছিল প্রধানমন্ত্রী প্রধান স্বাস্থ্য উপদেষ্টা ক্যারি সাইমন্ডয়েরও। তবে নিজেকে আইসোলেশনে সরিয়ে রাখার পর সুস্থ হয়েই ফিরে এসেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular