নিউজ ডেস্ক: বাংলাদেশে পাচারের আগে দুটি ক্রিস্টাল জার ভর্তি ২৪ কোটি টাকা মুল্যের সাপের বিষ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা।সীমান্তে উদ্ধার হওয়ার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভারত- বাংলাদেশ ” ঘুনসী ” সীমান্তে।
গতকাল সন্ধ্যায় ওই সাপের বিষ ভর্তি ক্রিস্টাল জার দুটি বালুরঘাট বন দফতরের হাতে সীমান্ত রক্ষী বাহিনীর তরফ থেকে জমা দেওয়া হয়।
বালুরঘাট বন দফতরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান,গত কাল জেলার কুমারগঞ্জ ব্লকের ভারত- বাংলাদেশের ঘুনসী সীমান্তে যখন ২৬ নম্বর ব্যাটিলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছিল।
সেই সময় বেশ কয়েকজন অবৈধভাবে সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা চালালে প্রহারত জওয়ানরা তা দেখতে পেয়েই তাদের কে ধাওয়া করলে তারা ওই সাপের বিশ ভর্তি দুটি জার ফেলে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌছে ওই সাপের বিষ ভর্তি ক্রিস্টাল জার দুটি উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসে। বনদপ্তরের অতিরিক্ত আধিকারিক আরও জানান ফ্রান্সের তৈরি ওই ক্রিস্ট্রাল জার দুটির মধ্যে একটিতে সাপের বিষ গুড়ো অবস্থায় রাখা আছে।অন্যটিতে ক্রিস্টাল অবস্থায় সাপের বিষ রাখা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর অফিসাররা জানিয়েছএ এই সাপের বিষের আনুমানিক মুল্য ২৪ কোটি টাকা।
এর আগে বাংলাদেশ থেকে চোরা পথে সীমান্তের ওপার থেকে আসা জার ভর্তি সাপের বিষ দক্ষিন দিনাজপুর জেলায় ধরা পড়েছিল।কিন্তু এবার দেখা যাচ্ছে উলটো, এবার ভারত থেকে চোরা পথে সীমান্ত পেরিয়ে এই জার ভর্তি সাপের বিষ বাংলাদেশে ঢুকছে। যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।