নিজস্ব সংবাদদাতা: পড়ে রইল ভাতের থালা, সবজি। পড়ে রইল প্রথম মা হওয়ার সলজ্জ আনন্দ টুকু! মর্মান্তিক এক দুর্ঘটনায় দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন একই পরিবারের দুই গৃহবধূ। সোমবার দুপুরে এই মর্মস্পর্শী ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত রাজনগর গ্রামে। ঘটনায় স্তম্ভিত, হতবাক হয়ে গেছে গোটা রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। পুলিশ জানিয়েছে,
মৃত দুই গৃহবধূর নাম খুশি দোলই (১৯), ও নীলাঞ্জনা দোলই (২১)। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ দোলুই জানিয়েছেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি দুজনেই অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনাটি ঘটার পরই স্থানীয় অধিবাসীরা উদ্ধার কার্য শুরু করেছিলেন। কয়েক জনকে দ্রুত বের করা সম্ভব হলেও দুই অন্তঃসত্ত্বাকে বের করতে একটু সময় লেগে যায়। পরে তাঁদেরও হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ভাগ্যের বিষয় হল ঘটনাটি ঘটেছে পাশের বাড়ির দেওয়াল ভেঙে ওই গৃহবধূদের বাড়ির দেওয়ালের ওপরে এসে পড়ে এই দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায়। জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটা নাগাদ রাজনগরের দোলই পরিবারের শম্ভু ও সুদর্শন দোলই দুই ভাইয়ের দুই স্ত্রী পরিবারের অন্য সদস্যদের খেতে দিয়ে নিজেরা রান্নাঘরে খাবার খেতে বসে ছিলেন। যা সচরাচর গৃহবধূরা করে থাকেন। পরিবারের অন্য ৪ সদস্য বাড়ির সামনের অংশ রান্দায় বসে খাচ্ছিলেন। সেই সময় হঠাৎ পাশের রঞ্জিত বড়দোলই এর মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খুশিদের রান্না ঘরের উপর। রান্না ঘরে থাকা খুশি ও নীলাঞ্জনা দু’জনে দেওয়াল চাপা পড়ে যায়।
বাড়ির সামনে অংশের ২জন দৌড়ে বেরিয়ে যেতে সমর্থ হলেও দুই গৃহবধূ সহ চারজন আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা এসে বারান্দায় থাকা বাকি ২জনকে বের হতে সাহায্য করলেও একেবারে ভেতরের অংশে মাটির স্তুপ সরিয় দুই গৃহবধূকে বের করতে যথেষ্ট সময় লেগে যায়। অনেক চেষ্টা করে দুই গৃহবধূকে উদ্ধার করে মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্ভবতঃ আগেই মৃত্যু হয়েছিল তাঁদের। হাসপাতালে চিকিৎসকরা দেখে তাঁদের মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একে তো গৃহবধূদের ওপর ভেঙে পড়া অংশটি ভেতরের দিকে ছিল তার ওপর নিজেদের বাড়ির দেওয়ালের ওপর ভেঙে পড়া বাড়িটির দেওয়াল পড়ে গিয়েছিল। ফলে পাহাড় প্রমান মাটির স্তুপ হয়ে যায়। ফলে ওই মাটি সরিয়ে দুই গৃহবধূকে বের করতে যথেষ্ট সময় লেগে যায়। যদিও ভেঙে পড়া দেওয়ালের বড় বড় মাটির ডেলায় আগেই দুই গৃহবধূ মারাত্মকভাবে জখম হয়েছিলেন। তারপর ওই বিশাল অংশের মাটি চাপা পড়ায় তাঁদের দমবন্ধ হয়ে গিয়েছিল। ফলে বাঁচবার সম্ভবনা প্রায় ওখানেই শেষ হয়ে গিয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে দুজনেই এই প্রথমবার মা হতে চলেছিলেন। খুশি ৪মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আর নীলাঞ্জনা মা হতে চলেছিলেন মাত্র ২মাস পরেই। হতভাগ্য দলুই পরিবার একটি পাকা বাড়িও নির্মাণ করেছিলেন একটু দুরেই। রাতে সেখানেই শুতে যেতেন দুই গৃহবধূ কিন্তু সেখানে রান্নাঘরটি চালু না হওয়ায় পুরানো মাটির ঘরেই রান্নাবান্না হত। ঠিক হয়েছিল কিছুদিনের মধ্যেই রান্নাঘরের কাজ শেষ করে পাকাপাকি ভাবেই সেখানেই সরে যাবেন। কিন্তু তার আর হয়ে উঠলনা।
ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী বলেন, ‘রাজনগরে মাটির বাড়ির দেওয়ার চাপা পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছে শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’ প্রধান জানিয়েছেন, দুটি বাড়ি সহ বিপজ্জনক বাড়ি গুলি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফে।