নিউজ ডেস্ক: চতুর্থ দফার নির্বাচনে রক্তাক্ত কোচবিহার।সকাল থেকে মৃত্যু মিছিলের খবরে শোকাহত রাজ্যবাসী। নির্বাচনে শনিবার আধা সেনার গুলিতে নিহত ৪। ঘটনার খবর প্রকাশ হতেই দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পড়ে আগামীকাল রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। অন্যদিকে, নিহতের পরিবারদের পাশে দাঁড়াতে আগামীকাল শীতলকুচি পৌছবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, এদিন উত্তর ২৪ পরগনায় পৃথক তিনটি সভা শেষে সন্ধ্য়ে নাগাদ শিলিগুড়ি পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। পরদিন অর্থাৎ রবিবার সাত সকালে কোচবিহারের শীতলকুচিতে পৌঁছবেন তিনি। দেখা করার কথা রয়েছে নিহত এবং আহতের পরিজনদের সঙ্গে।
এদিন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অধীন মাথাভাঙ্গা-১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের ৫/১২৬ নম্বর মাদ্রাসা বুথে গুলি চলে। ঘটনায় চার জনের মৃত্যু হয়৷ মৃতরা প্রত্যেকেই দলীয় কর্মী বলে দাবি তৃণমূলের। মৃতরা হামিদুল মিঞা, সামিউল হক, মনিরুল হক এবং আমজাদ হোসেন। ঘটনার পরেই ওই বুথে ভোট গ্রহণ পর্ব স্থগিত রাখা হয়।