নিজস্ব সংবাদদাতা: সারা দেশে বাংলার চোখ নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে গেছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন কেন্দ্র যা তিনি এবছর ছেড়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন সেই ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃনমূল প্রার্থী।
প্রাথমিক ট্রেন্ডে পোস্টাল ব্যালটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূল এবং বিজেপির। আপাতত ৯২ টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ৮১ টি আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১ টি আসনে এগিয়ে সংযুক্ত মোর্চা। অন্য একটি গুরুত্বপূর্ণ আসনে দুই প্রাক্তন আইপিএস আধিকারিক ভারতী ঘোষ ও হুমায়ুন কবীরের মধ্যে লড়াইয়ে এগিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষই। অন্যদিকে সবংয়ে এখনও অবধি এগিয়ে রয়েছেন তৃনমূল প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে গেছেন মুকুল রায়।
এক নজরে প্রাথমিক পর্যায়ের রিপোর্ট অনুযায়ী দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র
খড়্গপুর : এগিয়ে তৃণমূল।
স্বরূপনগর : এগিয়ে তৃণমূল।
কৃষ্ণনগর উত্তর : এগিয়ে তৃণমূল।
মেমারি : এগিয়ে বিজেপি।
কেতুগ্রাম : এগিয়ে তৃণমূল।
আসানসোল উত্তর : এগিয়ে তৃণমূল।
নলহাটি : এগিয়ে তৃণমূল।
কেশিয়াড়ি : এগিয়ে বিজেপি।
মুরারই : এগিয়ে বিজেপি।
দুবরাজপুর : এগিয়ে বিজেপি।
ভাটপাড়ায়: বিজেপি এগিয়ে।
বাদুড়িয়ায়: এগিয়ে তৃণমূল
হবিবপুরে: এগিয়ে বিজেপি
আসানসোল উত্তর :এগিয়ে তৃণমূল
সবংয়ে: তৃনমূল
রাইপুর ও বড়জোড়ায়: এগিয়ে বিজেপি।
বাদুড়িয়া:এগিয়ে তৃণমূল
হাসন ও সুজাপুরে: এগিয়ে সংযুক্ত মোর্চা
বনগাঁ উত্তর ও বনগাঁ: দক্ষিণে এগিয়ে বিজেপি
বালিগঞ্জে: এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
হাওড়া শিবপুর: এগিয়ে বিজেপি।
ইসলামপুরু: এগিয়ে তৃণমূল।
পুরুলিয়া: এগিয়ে বিজেপি ।
কলকাতা বিমানবন্দর: এগিয়ে তৃণমূল।
নন্দীগ্রাম: এগিয়ে বিজেপি।
মেদিনীপুর: এগিয়ে তৃণমূল।
টালিগঞ্জ: এগিয়ে বিজেপি।
ডেবরা: এগিয়ে বিজেপি
কৃষ্ণনগর উত্তর: এগিয়ে বিজেপি