Homeএখন খবরচন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভিড়, ট্রেন থেকে পড়ে মৃত ২যুবক

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভিড়, ট্রেন থেকে পড়ে মৃত ২যুবক

নিজস্ব সংবাদদাতা: জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে। সেই পুজো দেখতে অসম্ভব ভিড় বাড়ছে ট্রেনে। চন্দননগর গামী সমস্ত ট্রেনে উপচে পড়ছে ভিড়। প্রতিমা দর্শনের জন্য ভিড় তেমনই মানু্ষের নিত্যদিনের যাতায়তও রয়েছে। ফলে ট্রেন হয়ে উঠছে ঝুঁকি পুর্ন। এরকমই অবস্থাতে চলন্ত ট্রেনের গেট থেকে পড়ে মৃত্যু হল ২ যাত্রীর৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুর্ঘটনাটি ঘটেছে শেওড়াফুলির কাছে আপ বর্ধমান লোকালে৷ মৃত দুজনেরই বয়স ২৫বছরের গায়ে বলে জিআরপি বা রেলপুলিশ  জানিয়েছে।রেল পুলিশ সুত্রে খবর , সোমবার রাত ৯টা ১৫ মিনিট নাগাদ আপ বর্ধমান লোকাল থেকে ২জন যাত্রী পড়ে যায়৷ শেওড়াফুলি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেল গেটের কাছে থাকা কেবিনের কাছে তারা পরে যান৷ এবং ট্রেনের চাকার নিচে চলে যায়৷
সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ একজন চুঁচুড়া কাপাসডাঙ্গার বাসিন্দা সুবির কুন্ডু ৷ অন্যজনের পরিচয় রাত পর্যন্ত পাওয়া যায়নি৷ দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৃত দুই যুবক হাওড়া থেকে আপ বর্ধমান লোকালে বাড়ি ফিরছিলেন৷ ভিড় ট্রেনের গেটে ঝুলছিলেন৷ হুগলির শেওড়াফুলির কাছে আসতেই ট্রেন থেকে পড়ে যায়৷ তবে কিভাবে পড়ে  গিয়েছে,তার তদন্তে নেমেছে শেওড়াফুলি থানার রেল পুলিশ৷ তাদের দাবি, যাত্রীদের বার বার সচেতন করা সত্বেও কিছু যাত্রী জীবনের ঝুকি নিয়ে ট্রেনের গেটে ঝুলতে থাকেন৷ অনেক সময় দেখা যায়, চলন্ত ফাঁকা ট্রেনেও তারা গেটে ঝুলছে৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর জন্য ২-৩দিন ধরে হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেনগুলিতে মারাত্মক ভিড় হচ্ছে৷ যদিও যাত্রীদের সুবিধের জন্য পুজো উপলক্ষ্যে বাড়তি ট্রেন চলছে হাওড়া-বর্ধমান মেইন লাইনে কিন্তু সেটা যে যথেষ্ট নয় তারই প্রমাণ মিলল সোমবার রাতে। 

RELATED ARTICLES

Most Popular