Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরমর্মান্তিক দুর্ঘটনা; ৩১ নং জাতীয় সড়কে গতির বলি ৩ তরুণ প্রাণ, গাড়ির...

মর্মান্তিক দুর্ঘটনা; ৩১ নং জাতীয় সড়কে গতির বলি ৩ তরুণ প্রাণ, গাড়ির ভেতরেই দলা পাকিয়ে গেল দেহ

নিউজ ডেস্ক: আবারও সেই ৩১ নম্বর জাতীয় সড়ক। মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি ৩ তরুণ প্রাণ। ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘোরধাপ্পায়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ডালখোলা থানার সূর্যাপুর থেকে একটি সুইফট গাড়ি করে তারা ইসলামপুরের দিকে যাচ্ছিল। ফাঁকা রাস্তায় গাড়ির গতিবেগ ছিল বেশি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।

এদিকে খবর চাউর হতেই স্থানীয়রা বেরিয়ে আসেন। তারা এসে যা দৃশ্য দেখেন, তা রীতিমত শিহরণ জাগানো। দেখা যায় গাড়ি দুমড়ে মুচড়ে তো গিয়েইছে, সেইসঙ্গেই ভেতরেই ৩ তরুণের দেহ দলা পাকিয়ে যায়। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। আহত দুই জনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঠানো হয়। বর্তমানে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু মৃত ৩ জনের দেহ উদ্ধার করতে বেশ কয়েক ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়। শেষমেষ পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে এবং ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ৩ জনের নাম মহম্মদ মহজাম; বয়স ৩০ বছর, বাড়ি বিহারের বলরামপুর থানার পোথরা এলাকায়, কৌশর আলম; বয়স ২৫ বছর ও বিক্রম; বয়স ২৬ বছর- এদের দুজনের বাড়ি ডালখোলা থানার পিছরা এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় তুঁত বাগান সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে ঘটা মর্মান্তিক দুর্ঘটনায় প্রাক্তন কাউন্সিলার তথা বিজেপি নেতা অয়ন চন্দ্র সহ তিনজনের মৃত্যু হয়। ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা দশ চাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে, ধুমরে মুচড়ে যায় ছোট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩ জন। মৃতদের মধ্যে একজন হলেন, বিজেপি নেতা তথা ইসলামপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর অয়ন চন্দ; বয়স ৪৫ বছর। বাকি দুজনের একজনের নাম রাহুল ঘোষ; বয়স ২৯ বছর এবং অপর জন হলেন জয়গোপাল দত্ত; বয়স ৩০ বছর। অয়ন চন্দ্রের বাড়ি ইসলামপুরের ক্ষুদিরামপল্লীতে বাকি মৃত দু’জন ইসলামপুরের থানা কলোনির বাসিন্দা।

গুরুতর জখম অবস্থায় গাড়ির চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ঐ গাড়ির চালক আসলে গাড়িটির মালিক ছিলেন। তিনি ইসলামপুর শহরের সুকান্তপল্লীর বাসিন্দা। খবর পেয়ে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

RELATED ARTICLES

Most Popular