নিজস্ব সংবাদদাতা: মানুষের যাতায়াতের রাস্তায় ট্রাক্টর চালানো প্র্যাকটিস করার মাশুল দিতে হল এক মা ও তাঁর ৮মাসের শিশুপুত্রকে। মা যাচ্ছিলেন অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসকের কাছে কিন্তু আনাড়ি ট্রাক্টর চালক শিশু সমেতই মাকে পাঠিয়ে দিলেন মৃত্যুর দুয়ারে। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার এলাকার ঘটনায় শোকের আবহ গোপীনাথপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম হীরা ঘোড়াই (২৯ )। বাড়ি দাঁতন থানার গোপীনাথপুর। গত কয়েকদিন ধরে সর্দি জ্বরে ভুগছিল ওই গ্রামের যুবক পল্টু ও হীরার ৮মাসের শিশুপুত্র শৌভিক ওরফে গুড্ডু । দুধের শিশুটিকে কোলে নিয়ে হেঁটেই পাশের গ্ৰাম কাকরাজিতে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। তখনই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলে কে নিয়ে মা রাস্তার বাঁ দিক ধরেই হাঁটছিলেন কিন্তু ওই রাস্তা ধরেই আসা একটি ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মাকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তা থেকে ছিটকে পড়েন মা। আর তার কোল থেকে আরও দুরে ছিটকে পড়ে একরত্তি শিশুটিও। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এদিকে ঘটনাটি দেখতে পেয়েই স্থানীয়রা একটি গাড়ি জোগাড় করে মা কে নিয়ে প্রথমে বেলদা গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকঘন্টার ব্যবধানে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকার বাসিন্দারা ঘাতক ট্রাক্টরটির চালককে ধরে ফেলে। তাঁকে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতার মারের হাত থেকে চালককে উদ্ধার করে। আটক করা হয় ঘাতক ট্রাক্টরটি। আর রাস্তায় পড়ে থাকা শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গিয়েছে ট্রাক্টরটি চালাচ্ছিলেন প্রকৃত চালক নয়। সেক সেকেন্দার নামে চাঁদপুর গ্রামের অন্য এক যুবক ট্রাক্টর চালানো প্র্যাকটিস করছিলেন । ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।