Homeরাশিফলআজকের রাশিফল । ২৭ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

আজকের রাশিফল । ২৭ সেপ্টেম্বর , কেমন যাবে আজকের দিন !

মেষ – শরীরের শান্তি থাকবে । কাজের জায়গাতে সম্মান বৃধি পাবে। আজ আপনার কোন কাজের জন্যই আপনি নিজেই হতভম্ব হবেন । নিজের উপর গর্ববোধ হবে । আজকের দিনটি আপনার জন্য খুব ভালো । পারিবারিক সমস্যা থাকবে কিন্তু তা মিটে যাবে ।

 

 

বৃষ – অজানা কোন উৎস থেকে উপার্জন হতে পারে । সাফল্যের আশা করতেই পারেন বাড়ির লোকের উৎসাহ পাবেন । প্রেমে জটিলতা তৈরি হতে পারে মানসিক শান্তি আজ থাকবে না । প্রতিবেশীর সাথে ঝামেলা হতে পারে বুঝে চলুন বেশী কথা না বলাই ভালো।

 

 

মিথুন -শরীরে ভোগান্তি থাকবে সেই নিয়ে খরচ বাড়বে । প্রতিবেশীর সাথে ভুল বোঝাবুঝি থাকবে বুঝে কথা বলুন । বিশ্বাসযোগ্যতার অভাবে আজ থাকতে পারেন । আজ বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে । মন আনন্দে থাকবে

 

 

কর্কট – প্রয়োজনীয় বিষয়গুলো তাড়াতাড়ি সেরে ফেলুন , বাড়ির জন্য আজ খরচা হতে পারে । সকাল থেকে কাজের জায়গাতে চিন্তা থাকবে । পড়াশোনা সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো ফল অপেক্ষা করছে । বসের কথা শুনে চলতে হবে । অধ্যক্ষের কাছে আপস করি কাজ সেরে নিতে হবে ।

 

সিংহ – পরিবারের মানুষদের আবদার মেটাতে পেরে মন ভালো থাকবে । বাড়ির বাচ্চাদের জন্য চিন্তা থাকবে । কোন রোগ বাড়ায় খরচ হতে পারে । শত্রু থেকে সাবধান থাকুন বুঝে কথা বলুন বাড়তি কথায় সমস্যা হতে পারে । পেটের সমস্যা থাকবে কোন বিষয়ে উচ্চাশা না রাখাই ভালো ।

 

 

কন্যা – হঠাৎ কোন উৎস থেকে আয় হতে পারে ।, প্রেমের জায়গাতে বাইরের কোন ব্যক্তির কারণে সমস্যা হতে পারে । ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে । চিন্তার কারণে মনে কষ্ট থাকবে । প্রতিবেশীর সাথে অশান্তি হতে পারে তবে আশা পুরনের দিন আজ ।

 

তুলা – কর্মস্থানের অসভ্য কিছু ঘটতে চলেছে । সাবধানে চলুন শরীরে ব্যথা ভোগান্তি থাকবে । সামাজিক সুনাম পাবেন । ব্যবসায়িক ক্ষেত্রে কোন যোগাযোগ আজ এড়িয়ে যাবেন না । অকারণে তর্কে জড়াতে পারেন সাবধানে কথা বলুন ।

 

 

বৃশ্চিক – পড়াশোনার জন্য অশুভ পরিবর্তন হতে পারে । ব্যবসায়ে চাপ থাকবে বাড়িতে অতিথি আসতে পারে । প্রেমের জটিলতা থাকবে প্রবাসীদের জন্য দিনটি খুব ভালো পুরনো রোগ মাথাচাড়া দিতে । পারে মনের কষ্ট থাকবে । মোটের ওপর মিশ্র ফল পাবেন আজ ।

 

 

ধনু – অতিরিক্ত রাগ আজ আপনার সমস্যার অন্যতম কারণ হয়ে উঠতে পারে । বিলাসিতার জন্য খরচ বাড়বে প্রবাসী কোন বন্ধুর জন্য বা পরিবারের কোন মানুষের জন্য মন খারাপ হবে । কাজের ব্যাপারে আজ মনে উদ্বিগ্ন থাকবে । খেলাধুলা থেকে আজ ভালো সাফল্য পাবেন।

 

 

মকর – কোন মহিলার দ্বারা আজ খারাপ কিছু ঘটতে চলেছে । পেটের সমস্যা থাকবে সাবধানে চলুন । প্রেমে জন্য মনে আনন্দ থাকবে । বিপদ থেকে উদ্ধার পাবেন , নিজের পাওনা আদায়ের জন্য আজ মোক্ষম দিন ।

 

 

কুম্ভ – আজ খুব বড় কোন চাকরির যোগাযোগ আসতে পারে । শরীরে ভোগান্তিতে থাকবে মানসিক অবস্থায় ভালো যাবেনা । বাড়িতে অতিথি আসতে পারে খরচ হবে । বিশ্বাসযোগ্য মানুষ আজ ঠকাতে পারে বুঝে চলুন

 

 

মীন – আজ সুখ-স্বাচ্ছন্দ আবার ফিরে আসবে । ওদের আত্মরক্ষা নিজেকেই করতে হবে বুঝে চলুন । শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় কোন কারণে খরচ হতে পারে । পায়ে কোন আঘাত লাগতে পারে , টাকা পয়সা খরচা করুন গান-বাজনা সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ অনেক দূর অব্দি এগোবেন ।

RELATED ARTICLES

Most Popular