Homeএখন খবরশিয়রে সংক্রান্তি, ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কৌশল নির্ধারনে বেলদায় বৈঠক টিএমসিপির

শিয়রে সংক্রান্তি, ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কৌশল নির্ধারনে বেলদায় বৈঠক টিএমসিপির

নিজস্ব সংবাদদাতা: মাঝের কটা বছর নির্বাচন হয়নি রাজ্যের ছাত্রসংসদগুলি। এখন নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এরই মধ্যে সমর্থনে ধস নেমেছে তৃনমূল ছাত্র পরিষদের। পশ্চিম মেদিনীপুরের দাঁতন , নারায়নগড়, বেলদায় গত লোকসভা নির্বাচনের পর কোনঠাসা তৃনমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ওই এলাকার কলেজগুলিতে ছাত্রসংসদ নির্বাচনের কৌশল ঠিক করতে মাঠে নামল তৃনমূল ছাত্র পরিষদ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুধবার বেলদার দলীয় কার্যালয়ে বেলদা কলেজ সহ  পার্শ্ববর্তী অঞ্চলের  নারায়ণগড় গভারমেন্ট কলেজ ,কাশমুলি গভর্মেন্ট কলেজ ,কেশিয়াড়ি কলেজ ও দাঁতন ভট্টর কলেজের  ছাত্র সংসদের পাঁচজন করে প্রতিনিধি নিয়ে এই আলোচনা চক্র আয়োজিত হল । এই পাঁচটি কলেজের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের নির্বাচনী রণকৌশল কি হবে ।এবং কলেজ গুলির বিশৃংখলার কারণ আলোচনার মাধ্যমে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কর্মসূচি কিভাবে নেওয়া যায় তাই মূলত আলোচিত হয় এদিনের উক্ত আলোচনা সভায় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী জানান -“আগামী ছাত্র সংসদ নির্বাচন গুলিতে কিভাবে আমরা কলেজগুলিতে নিজেদের প্রতিষ্ঠা করে রাখবো ।তারই জন্য বেলদা কলেজ সহ পার্শ্ববর্তী চারটি কলেজের ছাত্র সংসদের ৫ জন প্রতিনিধি নিয়ে এই আলোচনা সভার আয়োজন করেছি।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি আরও বলেন, ” ইতিমধ্যে বেলদা কলেজ যে সমস্যা তৈরি হয়েছে তার সমাধানের জন্য এবং ছাত্র সংসদে  ছাত্রছাত্রীরা যোগাযোগ করে তাদের অভাব অভিযোগ জানাতে পারে তার জন্য বিশেষভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছি।খুব ভালো সাড়া পাওয়া গেছে ।আগামী দিনে এইভাবে অন্যান্য কলেজগুলিতে যাতে চালু করা যায় সে ব্যবস্থা করা হবে ।তবে ছাত্র সংসদ নির্বাচন যেই সময় হোক না কেন আমরা সর্বদা জিতবো সেই প্রস্তুতিও রয়েছে ।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও বর্তমান পরিস্থিতিতে বেলদা, নারায়নগড়  ও দাঁতন কলেজে তৃনমূল ছাত্রপরিষদকে কঠিন লড়াইয়ের মধ্যেই পড়তে হবে বলে মনে করা হচ্ছে

RELATED ARTICLES

Most Popular