Homeএখন খবরনানুরের গ্রামে হুমকি দেওয়ার অভিযোগ, বিজেপি সমর্থকদের হাতে মার খেলেন তৃনমূল প্রধান

নানুরের গ্রামে হুমকি দেওয়ার অভিযোগ, বিজেপি সমর্থকদের হাতে মার খেলেন তৃনমূল প্রধান

নিউজ ডেস্ক:এযেন উলটপুরাণ।এতদিন বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে কাঠগড়ায় দাড় করানো হত তৃণমুলকে।এবারে বীরভূমের নানুরে তৃণমূল পঞ্চায়েত প্রধান তপন ঘোষকে মারধরের অভিযোগউঠল বিজেপির বিরুদ্ধে।অনুব্রতর গড়ে তৃণমুলের প্রধানকে মারধরের অভিযোগে উত্তপ্ত এলাকা।

বুধবার বিজেপি কর্মীরা তাঁকে মারধরের পাশাপাশি মোটরসাইকেলেও ভাঙচুর করেন বলে অভিযোগ। ঘটনার পর শান্ত গ্রামের পরিবেশে। জলুন্ডি গ্রাম পঞ্চায়েত এলকার বনগ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিজেপি কর্মীদের অভিযোগ, গ্রামে বিজেপি করা যাবে না হুমকি দিচ্ছিলেন পঞ্চায়েত প্রধান তপনবাবু। তপনবাবুর মোটরসাইকেল ভাঙচুর শুরু করেন উত্তেজিত বিজেপি কর্মীরা। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।

অপরদিকে তপনবাবুর দাবি, এদিন গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় তার ভাইপোর সামনে প্রথমে তৃণমূলের পতাকা ছেঁড়েন বিজেপি কর্মীরা। এর পর তার নামে কুকথা বলেন। প্রতিবাদ করলে তার ভাইপোকে মারধর করা হয় বলে অভিযোগ।মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। হামলা চলে তপনবাবুর ওপরেও।

ঘটনার পর দীর্ঘক্ষণ গ্রামেই আটকে থাকেন তপনবাবু। খবর পেয়ে নানুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। উদ্ধার করে তাঁর ভাঙা মোটরসাইকেলটিও।  চলতি মাসের শুরুতে বীরভূমেরই এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

RELATED ARTICLES

Most Popular