গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,১ জানুয়ারী ঃ
১লা জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।১৯৯৮ সালে ১লা জানুয়ারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা হয়।সারা রজ্যের সাথে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন এলাকায় দিনটি পালিত হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জগদাননন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সকালে আমডাঙ্গা শিবতলায় পতাকা উত্তোলন করেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল।পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করা হয়। কাটোয়া ২নং ব্লকের নওয়াপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে সকাল ৯ টায় তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল ও কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্যরা, তৃণমূল কর্মী ও সমর্থকরা।তারপর প্রধান গৌতম ঘোষাল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান, স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারবাবু সহ পঞ্চায়েতের সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ করেন।এই ধরনের উদ্যোগকে রোগীরা সাধুবাদ জানিয়েছেন।