নিউজ ডেস্ক: এই তো কিছুদিন আগে বাথরুম পরিষ্কারের স্ক্রাবার দিয়ে হার্টের রোগীকে চিকিৎসা পরিষেবা দিয়ে সারিয়ে তুলেছিলেন ডাক্তারেরা। আর এবার প্রশিক্ষণ ছাড়াই প্লেন উড়াতে দেখা গেল তিতলিকে। সবটাই অবশ্য সম্ভব হচ্ছে বাংলা সিরিয়ালের দৌলতে। আর সেই নিয়েই নেটপাড়ায় ফের হইচই। স্টার জলসার একটি সিরিয়ালের এপিসোড নিয়ে চলছে হাসাহাসি ও সেই সঙ্গে বিস্তর সমালোচনা। এককথায় ‘তিতলি’-ই এখন নেটাগরিকদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
ধারাবাহিকের এক এপিসোডে দেখা যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন পাইলট। বিমান আকাশ থেকে পড়ে যাচ্ছে। আর সেই মুহূর্তে অভিজ্ঞতা ছাড়াই কানে শুনতে না পাওয়া নায়িকা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে নিলেন নিজের হাতে। বিমান চালিয়ে রক্ষা করলেন সকলকে। অবিশ্বাস্য এই দৃশ্য নিয়ে নেট দুনিয়ায় উঠাছে হাসির রোল। প্রোমো প্রকাশের পর থেকেই ‘তিতলর এই কাণ্ড নিয়ে চলছে হাসি-তামাশা।
সিরিয়ালের প্রেক্ষাপট কিছুটা এরকম- ছোটবেলার পাইলট হওয়ার স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে গিয়েছে তিতলির সেই সময়ই স্বামী সানিকে নিয়ে জীবনে প্রথমবার, হ্যাঁ ঠিকই পড়ছেন, প্রথমবার প্লেনে চড়েছে সে। তবে সানির আশ্বাস,’হেরে যেও না। ঠিক সুযোগ পাবে নিজেকে প্রমাণ করার’। আর বরের মুখের কথা ফলে গেল নিমেষেই। প্লেন আকাশে উড়ে যাওয়ার কিছু সময় পরেই আচমকাই বুকে ব্যথা নিয়ে চালকের সিট ছেড়ে উঠে পড়লেন পাইলট। সহকারী পাইলট অনেকখানি নীরব দর্শকের ভূমিকায়, ককপিটে তখন সানিকে সঙ্গে নিয়েই ঢুকে পড়ল তিতলি। তারপর দ্রুত একের পর এক বাটন টিপে ককপিটের দায়িত্বে সে! তাও আবার বিনা প্রশিক্ষণে। বিমানের বাকি কর্মীরাও অবশ্য এসময় নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে।
এসবের পর টিআরপি তালিকায় এতদিন সেভাবে সাড়া না ফেললেও আপাতত টলিপাড়ার ‘টক অফ দ্য টাউন’ তিতলি। আরিয়ান ভৌমিক ও মধুপ্রিয়া চৌধুরী অভিনীত এই ধারাবাহিকের প্রোমো দেখে কার্যত মাথায় হাত দর্শকদের।
তবে, বাংলা সিরিয়ালে এইসব উদ্ভট কাণ্ড কারখানা নতুন কিছু নয়। এর আগেও বহু ধারাবাহিক তাদের অসাধারণ সব দক্ষতা দেখিয়ে মানুষদের মুগ্ধ করেছেন। সেই সাথে নিজেদের হাসির পাত্রে পরিণত করেছেন।