Homeএখন খবরখড়গপুরে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাসায়নিক ট্যাঙ্কার উল্টে গেল দোকানের ওপর ,...

খড়গপুরে টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাসায়নিক ট্যাঙ্কার উল্টে গেল দোকানের ওপর , মৃত দোকানদার

নিজস্ব সংবাদদাতা: সকালেই মৃত্যুর ঘটনা ঘটল খড়গপুর শহর লাগোয়া ৬নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের ওপর। জাতীয় সড়কের পাশেই একটি চায়ের দোকানে রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল দোকানদারের। পুলিশ জানিয়েছে মৃত দোকানদারের নাম সোমনাথ খিলাড়ি(৪৫)। ঘটনার সময় দোকানে বসে খদ্দের সামলাচ্ছিলেন তিনি।

পুলিশ জানিয়েছেন শুক্রবার সকাল ১০টা মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৬ নম্বর জাতীয় সড়কের রেশমি মেটালিকস কারখানা সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খড়গপুর চৌরঙ্গী থেকে অনতি দুরেই রেই ৬ নম্বর জাতীয় রেশমি মেটালিকস এর সামনে চা দোকানে শুক্রবার বেলা দশটা নাগাদ বসেছিলেন দোকানের মালিক সোমনাথ খিলাড়ি (৪৫)। সঙ্গে আরও একজন ছিলেন ওই সময়। ওই সময় হঠাৎ করে ঝাড়খণ্ডের দিক থেকে আগত একটি কেমিক্যাল ভর্তি বড় ট্যাংকার জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সটান উল্টে যায় দোকানের ওপর ।

 

পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সোজা দোকানের ওপরে। দোকানে বসে থাকা লোকেরা ট্যাংকারটি উল্টাতে দেখেই দৌড়ে বেরিয়ে পালাতে সক্ষম হলেও উল্টো দিকে বসে থাক খিলাড়ির পক্ষে তা সম্ভব হয়নি। তিনি ট্যাংকার সমেত দোকানের তলায় চাপা পড়ে পিষ্ট হয়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে খড়গপুর গ্রামীন থানার পুলিশ। এসে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে ওই গাড়িটি সরিয়ে দেহ উদ্ধার করে তারা। পুলিশ জানিয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে ঘাতক ট্যাঙ্কারটি কলকাতায় যাচ্ছিল। ঘটনাস্থলের কাছেই পেছনের টায়ার ফেটে যাওয়াতেই নিয়ন্ত্রন হারায় চালক।

RELATED ARTICLES

Most Popular