নিজস্ব সংবাদদাতা: লালচে আর কালো রঙ মেশানো বাঘের মত জন্তুর দেখা পেলেন বিনপুর থানার পাথরচাকড়ি গ্রামের দুই বাসিন্দা। মঙ্গলবার কালিয়াম জঙ্গল লাগোয়া ওই গ্রামের পতিত কর্মকার ও রবীন্দ্রনাথ পরামানিক বাঘ দেখেছেন বলে জানিয়েছেন। দুজনের একজন একটি প্রমান মাপের এবং আরেকজন ছোট মাপের একটি বাঘ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে মঙ্গলবারই ঝাড়গ্রামে এসে পৌঁছেছেন পশ্চিমাঞ্চলের মুখ্য বনপাল শক্তিশংকর দে। তিনি জানিয়েছেন, ” এখনও অবধি আমরা একটিই পায়ের ছাপ দেখতে পেয়েছি এবং সেটি প্রমান মাপের তাই আমরা একটি ক্যাট প্রজাতির উপস্থিতির কথাই বলছি যদিও হতে পারে ওই সময় দুটি জন্তু পাশাপশি ছিলনা।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে মঙ্গলবারই মালাবতী জঙ্গল ও তার সংলগ্ন এলাকায় ১০টি ক্যামেরা বসিয়েছে বনদপ্তর। মুখ্য বনপাল জানিয়েছে সম্ভাব্য বাঘটি এক এলাকা থেকে অন্য এলাকায় সরে যাচ্ছে। আমাদের লোকেরা তাকে ট্র্যাক করে করে অনুসরন করে যাচ্ছে এবং যেখানে যেতে পারে তা আগাম জানিয়ে দেওয়া হচ্ছে গ্রামের লোকেদের।