ওয়েব ডেস্ক : ২০২০ সালে একের পর এক মৃত্যু দুঃসংবাদ শোনা যাচ্ছে বলিউডের অন্দর থেকে৷ চলে গেলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। বলিউডে সকলের কাছে জগদীপ নামেই পরিচিত ছিলেন তিনি। ‘শোলে’ থেকে ‘আন্দাজ আপনা আপনা’ সহ প্রায় চারশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন বলিউডের এই নামকরা কমেডিয়ান অভিনেতা৷ বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ এরপর বুধবার মুম্বইয়ের বান্দ্রায় রাত সাড়ে আটটা নাগাদ নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মাত্র ৯ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রেখেছিলেন জগদীপ। এরপর একে একে বিমল রায়, গুরু দত্ত, রমেশ সিপ্পির ছবিতে অভিনয় করেছে তিনি। সত্তর,আশি ও নব্বইয়ের দশকে একাধিক বলিউড ছবিতে তাকে দেখা গিয়েছে। নিজের কমিক টাইমিংয়ের জন্য দর্শকের পছন্দের পাত্র ছিলেন তিনি। শোলে ছবিতে সুরমা ভোপালির চরিত্রে দর্শক আজও তাকে মনে রেখেছেন। এরপর আন্দাজ আপনা আপনা, ব্রহ্মচারী, নাগিন,পুরানা মন্দিরের মতো ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। পুনর মিলন,ভাবি,বরখার মতো ছবিতে লিড রোলেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হওয়া তার শেষ ছবি ‘গলি গলিমে চোর হ্যায়’। এই বর্ষীয়ান অভিনেতা চলে গিয়েও সিনেমাপ্রেমীদের জন্য রেখে গেলেন বহু জনপ্রিয় ছবি। এই বর্ষীয়ান অভিনেতার তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে অন্দরে। জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।