Homeপ্রযুক্তিএবার স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে স্যামসাং

এবার স্মার্ট ডেবিট কার্ড আনতে চলেছে স্যামসাং

ডিজিটাল ডেস্ক: অ্যাপল স্মার্ট ডেবিট কার্ড আনার পর অনেকটাই সফলতা লাভ করেছে। তাই তাদে সফলতা দেখে এবার স্মার্ট ডেবিট কার্ড আনার পরিকল্পনা নিল স্যামসাং। একটি খবর সূত্রে জানা যাচ্ছে যে স্যামসাং ফিজিক্যাল এবং ভার্চুয়াল উভয় ধরনের স্মার্ট ডেবিট কার্ড আনার কাজ করছে। যা একই সঙ্গে অনলাইন এবং রিটেইল দোকান থেকে পণ্য কেনার কাজে ব্যবহা করা যাবে।

এর আগে অবশ্য অ্যাপলের  দেখে আরেক মার্কিন জায়ান্ট গুগলও স্মার্ট ডেবিট কার্ড আনার কথা জানিয়েছে। তবে ঠিক কবে গুগল তাদের স্মার্ট কার্ড টি লঞ্চ করবে সে বিষয়ে তারা কিছু জানায়নি। স্যামসাং সূত্রে জানা যাচ্ছে, চলতি বছর থেকেই স্যামসাং পে সার্ভিস আরও বাড়াবে। এটিকে তারা একটি লাভজনক ব্রবসায় পরিণত করতে চায়।

এই পদক্ষেপের অংশ হিসেবে চলতি গ্রীষ্ম থেকেই স্যামসাং সোফাই’র সঙ্গে পার্টনারশিপে একটি নতুন স্যামসাং পে আনতে যাচ্ছে। যা নতুন ডেবিট কার্ড হিসেবে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মতো কাজ করবে। এছাড়াও বিষয়টি নিয়ে সামনের সপ্তাহে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে উত্তর আমেরিকার স্যামসাং ইলেক্ট্রনিক্স বিজনেস সার্ভিসের জিএম এবং স্যামসাং পে’র ভাইস প্রেসিডেন্ট স্যাং অ্যান।

স্যামসাং তার গ্রাহকদের জন্য স্যামসাং পে সেবাটি দিয়ে প্রায় পাঁচ বছর ধরে দিয়ে আসছে। নতুন করে ডেবিট কার্ড পরিষেবাটি গ্রাহকদের আরো বেশি সুবিধা করবে বলে তারা জানিয়েছে।

RELATED ARTICLES

Most Popular