নিজস্ব সংবাদদাতা: কিছুদিন ধরেই বাড়ছিল ছাগল চুরি। মাঠ থেকে ছাগল ধরে বাইকে তুলে চম্পট দেওয়া। সেরকমই একটি চোরের দলকে হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা চরমে উঠল উত্তর দিনাজপুরে। অভিযুক্ত তিন যুবককে গাছে বেঁধে দেওয়া হল গণপিটুনি। জ্বালিয়ে দেওয়া হল বাইক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের সুরাই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিয়া পালুইবাড়ি এলাকায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে রায়গঞ্জের মারাইকুড়া হাইস্কুলের পাশেই একটি বাড়ি থেকে তিন যুবক একটি বাইকে করে এসে একটি ছাগলকে তুলে চম্পট দেয়। কিন্তু তারা বেশি দূরে যেতে পারেনি। তার আগেই গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে। তারপর বাইক থেকে নামিয়ে তিনটি আলাদা গাছের সঙ্গে তিন জনকে দড়ি দিয়ে বেঁধে দেয়। এরপর শুরু হয় বেধড়ক গণপিটুনি। এতেই থেমে থাকেনি উত্তেজিত জনতা। যে বাইকে করে ওই তিন দুষ্কৃতী চুরি করতে এসেছিল তাতে আগুন ধরিয়ে দেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে সেখানে হাজির হয় ইটাহার থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ জানিয়েছে , ওই ছাগল চুরি করে তারা ইটাহারের দিকে যাচ্ছিল। তখনই তাদের ধরে ফেলে গ্রামবাসী। গণধোলাইয়ের খবর পেয়েই তারা ছুটে যান ঘটনাস্থলে। উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জিজ্ঞাসাবাদের পর তাঁরা জানতে পারেন এরা তিন জনেই রায়গঞ্জের দুর্গাপুর এলাকার বাসিন্দা। এদের প্রত্যেকের বয়স তেইশ থেকে পঁচিশের মধ্যে। মঙ্গলবার সকালে ছাগল চুরি করতে এসে তারা গণধোলাইয়ের শিকার হয়। পুলিশ জানিয়েছে ওই তিন যুবককে আরও জিজ্ঞাসাবাদ করবেন তাঁরা। প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হতে পারে।