নিউজ ডেস্ক: নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দিয়েছে অনেক আগেই। আর কিছুদিন পর রাজ্যে বিধানসভা ভোট। ভোটের আগেই বেকারদের জন্য সুখবর দিল সরকার। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পদে লোক নেবে খুব শীঘ্রই। একাধিক চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
পিএসসি-র ওয়েবসাইট এ ইন্টারভিউয়ের সম্পূর্ণ তালিকা দেওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইট থেকে ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করত পারবেন নির্বাচিত চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউয়ের তারিখের এক সপ্তাহ আগে পর্যন্ত কল লেটার ডাউনলোড করা যাবে। তার জন্য পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট https://wbpsc.gov.in এ ক্লিক করতে হবে।যেমন রাজ্য কারা দপ্তরের অধীনস্থ রাজ্যের সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার পদে ইন্টারভিউ হবে ২৬ মার্চ।
শ্রম দপ্তরের অধীনস্থ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল) পদে ইন্টারভিউয়ের তারিখ ২০ এপ্রিল। এছাড়া সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ওয়েল্ডার্স সার্টিফিকেশন) পদে ইন্টারভিউ হবে ২০ এপ্রিল। খাদ্য ও সরবরাহ দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশনের সহকারী ম্যানেজার (কলকাতা ট্রান্সপোর্ট ফ্লিট) পদে ইন্টারভিউ নেওয়া হবে ২০ এপ্রিল। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ সিঙ্কোনা ও অন্যান্য মেডিসিনাল প্লান্টের বোটানিস্ট (ডব্লিউবিজিএস) পদে ইন্টারভিউ হবে ২১ এপ্রিল। শ্রম দপ্তরের অধীনে ডিরেক্টরেট অফ ইএসআইয়ের (এমবি) ডায়ালিসিস টেকনিশিয়ান গ্রেড থ্রি পদে ইন্টারভিউ চলবে ২২ এপ্রিল। পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তরের অধীনে রাজ্যের জুনিয়র এগ্রিকালচারাল সার্ভিস (মার্কেটিং)–এর এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (ট্রেনিং ও ক্যানিং) পদে ইন্টারভিউ নেওয়া হবে ১৭ ও ১৮ মে।
পরিবহণ দপ্তরের অধীনে মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর (নন টেকনিক্যাল) পদে ইন্টারভিউ নেওয়া হবে ১৯. ২০, ২১ ও ২৪ মে। এছাড়া ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দপ্তরের অধীনে উদ্যান পালন প্রযুক্তি সহায়ক পদে ২৭, ২৮ ও ৩১ মে এবং ১ ও ২ জুন তারিখে ইন্টারভিউ হবে।