Homeএখন খবরক্রমশ সস্তা হচ্ছে সোনা-রুপোর দর, দেখে নিন রবিবারের সোনার দর

ক্রমশ সস্তা হচ্ছে সোনা-রুপোর দর, দেখে নিন রবিবারের সোনার দর

ওয়েব ডেস্ক : বিশ্ববাজারে যেভাবে নিম্নমুখী সোনা তাতে গত কয়েকদিন ধরেই এদেশের বাজারে ক্রমশ সস্তা হচ্ছে সোনার দর। এর জেরে ক্রমশ কমতে শুরু করেছে হলুদ ধাতু। শনিবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯,৬৬৬ টাকা। রবিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৪৮৩১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৮৩১০০ টাকা। এদিকে এদিন ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৪৯৩১০ টাকা ও ১০০ গ্রাম সোনার দাম ৪৯৩১০০ টাকা।

তবে শুধুমাত্র সোনা নয়, সোনার সঙ্গে পাল্লা দিয়ে রবিবার রুপোতেও ব্যাপক হারে পতন দেখা গিয়েছে। এদিন কলকাতায় রুপোর দাম প্রতি কেজিতে ৫০ টাকা কমেছে। রবিবার কলকাতার বাজারে ১ গ্রাম রুপোর দাম ৫৯ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৭২ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৫৯০ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৫৯০০ টাকা, ১ কেজি রুপোর দাম ৫৯০০০ টাকা।

এদিকে শনিবার চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫২৩৮০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটের দাম ৪৯৩৬০ টাকা। অন্যদিকে, দিল্লিতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫৩২০০ টাকা। বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫১৫৮০ টাকা। তবে আচমকা আন্তর্জাতিক বাজারে সোনা-রুপোর দামের পতনে বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমানে আমেরিকায় পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেও ক্রমশ নিম্নমুখী হচ্ছে হলুদ ধাতুর দর।

RELATED ARTICLES

Most Popular