Homeএখন খবররাজ্যে ১৮ হাজারের গন্ডি পার করলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা; সুস্থও হয়েছেন...

রাজ্যে ১৮ হাজারের গন্ডি পার করলো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা; সুস্থও হয়েছেন রেকর্ড সংখ্যক মানুষ

নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে ক্রমশই ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। বুধবার ১৮ হাজার ছাড়িয়ে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০২ জন এবং মৃত্যু হয়েছে ১০৩ জনের।

বিগত কয়েকদিনের মত আজও করোনায় সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছেন কলকাতায় ও উত্তর ২৪ পরগনায়। এই দুই জায়গায় যথাক্রমে ৩ হাজার ৯৭৩ ও ৩ হাজার ৯৮২ জন মানুষ সংক্রমিত হয়েছেন করোনায় এবং প্রাণ হারিয়েছেন উত্তর ২৪ পরগণায় ২৭ জন ও কলকাতায় ২৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যে মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন। এর ফলে এই মুহূর্তে বঙ্গে করোনা জয়ীদের শতকরা হার গিয়ে দাঁড়ালো ৮৫. ৪১ শতাংশে।

বুধবার রাজ্যে বাড়তে থাকা করোনা রুখতে আংশিক লকডাউনে আরও কড়াকড়ির সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। তদানুসারে, বাজার খলার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। বাজার সকাল ৭ টা থেকে সকাল ১০ টা এবং পরে বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে। জুয়েলারির দোকানগুলি ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকার অনুমতি দেওয়া হয়েছে। ব্যাংক সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে স্থগিত করা হয়েছে লোকাল ট্রেন চলাচল। গণ পরিবহণে কেবল ৫০ শতাংশ যাত্রী থাকবেন। এর পাশাপাশি করোনার সংক্রমণ রোধে মমতা সরকার আরও অনেক পদক্ষেপ নিয়েছে। সেইসঙ্গেই বলা হয়েছে, মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব অনুসরণ করা বাধ্যতামূলক। মাস্ক ব্যবহার না করলেই কড়া পদক্ষেপ নেবে প্রশাসন, বলেও জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular