লঞ্চ হল Galaxy A52, Galaxy A52 5G, জানুন দাম এবং স্পেসিফিকেশন
টেক ডেস্ক: স্যামসাং ‘Galaxy Awesome Unpacked’ ইভেন্টে Galaxy A52 লঞ্চ করেছে।এই স্যামসাং সিরিজের স্মার্ট ফোনটি 5G ও 4G কানেক্টিভিটির সাথে এসেছে। যদিও রিফ্রেশ রেট ও প্রসেসর ব্যাতিত স্যামসাং গ্যালাক্সি এ৫২ ফোনের ৫জি ও ৪জি ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে কোনো পার্থক্য নেই।দুটি ফোনেই জল ও ধুলো প্রতিরোধের জন্য আছে IP67 রেটিং। আবার Samsung Galaxy A52 ফোনে পাওয়া যাবে ডলবি অ্যাটমস সাপোর্ট, ইনফিনিটি O ডিসপ্লে, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
স্যামসাং গ্যালাক্সি এ৫২ এর সম্পূর্ণ দাম এবং স্পেসিফিকেশন জানুন
স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৪জি- এর দাম ৩৫০ ইউরো (প্রায় ৩০,২০০ টাকা)। এই মূল্য ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। যদিও এই ভ্যারিয়েন্টের দাম জানা যায়নি। এছাড়া, স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি ফোনটি ৬ জিবি ও ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর প্রাথমিক ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ৪৩০ ইউরো (প্রায় ৩৭,১০০ টাকা)।
Samsung Galaxy A52 4G ও Samsung Galaxy A52 5G চারটি কালারে উপলব্ধ হবে – অওসম ব্ল্যাক, অওসম ব্লু, অওসম হোয়াইট ও অওসম ভায়োলেট। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি এই ফোনের দুটি ভ্যারিয়েন্টের ভারতীয় বাজারে দাম এখনও জানায়নি।
স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৪জি ও স্যামসাং গ্যালাক্সি এ৫২ ৫জি- এর স্পেসিফিকেশনের মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল।