Homeএখন খবরখড়গপুরে পরাজয়ের আতঙ্ক শাসকদলের অন্দরেই ! 'দ্য খড়গপুর পোষ্ট' য়ের আবরণে জালিয়াতির...

খড়গপুরে পরাজয়ের আতঙ্ক শাসকদলের অন্দরেই ! ‘দ্য খড়গপুর পোষ্ট’ য়ের আবরণে জালিয়াতির প্রচার করছে কারা

লাল অংশে চিহ্নিত ‘রিলেটেড আর্টিকেল’য়ের বিষয়  যা দ্য খড়গপুর পোষ্টয়ে বাংলাতে থাকে, ইংরাজিতে নয় 

নিজস্ব সংবাদদাতা:’এক ঝলকে দেখলে মনে হবে ৪০লক্ষ পাঠক ছুঁতে যাওয়া ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের পক্ষ থেকেই সমীক্ষাটি করা হয়েছে। যদিও ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের নাম ব্যবহার করা হয়নি কিন্তু লোগো আর বিজ্ঞাপন সমেত লিফলেটটি এমন ভাবে সাজানো যাতে মনে হবে এটা খড়গপুরের স্বাধীন কণ্ঠ ‘দ্য খড়গপুর পোষ্ট’ই করেছে।’ নির্বাচনের কয়েকঘন্টা আগে যখন  কোনও দলই প্রকাশ্য প্রচার করতে পারেনা কেবল ‘হুইসপারিং ক্যাম্পেইন।” করতে পারে তখনই একটি জালিয়াতি সমীক্ষা প্রকাশ করা হয়েছে এবং তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সংবাদপত্রের ভেতরে ঢুকিয়ে দিয়ে । আর এখান থেকেই পরিষ্কার যে পরাজয়ের আতঙ্কে ভুগছে শাসক দলের একটা অংশ।”


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকালে খড়গপুর বাসীর বাড়ি বাড়িতে বিশেষ করে যাঁরা দৈনিক সংবাদপত্র রাখেন তাঁদের কাছে সংবাদপত্র মারফৎ পৌঁছে দেওয়া হচ্ছে একটি ঝকঝকে লিফলেট যাতে বলা হচ্ছে, কোনও এক মিডিয়ার প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী শাসকদলের প্রার্থী প্রদীপ সরকার বিজেপি প্রার্থীর চেয়ে এত শতাংশ বেশি ভোটে এগিয়ে আছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই সমীক্ষা কারা করেছেন কিসের ভিত্তিতে করেছেন তা জানা নেই। কারন তাদের নাম উল্লেখ নেই। এই প্রচারই বা কারা করছেন তাও জানা নেই কারন সেখানেও কোনও নাম নেই। যার থেকে এটা বোঝাই যায় যে, এটা একটা মনগড়া সমীক্ষা এবং এটা যাঁরা করেছেন তাঁরা তৃনমূলকে জয়ী দেখতে চান কিন্তু মনে প্রানে বিশ্বাস করেন যে তৃনমূল জিতছেনা। আর সেই আতঙ্ক থেকেই এই জালিয়াতি করা হয়েছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই জালিয়াতির সমীক্ষাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ‘দ্য খড়গপুর পোষ্ট’ য়ের বিভিন্ন ছবি কৌশল ব্যবহার করা হয়েছে যাতে প্রতিদিন শহরের যে হাজার হাজার পাঠক ‘দ্য খড়গপুর পোষ্ট’  পড়েন এবং মনে করেন যে খবরের নির্ভর যোগ্যতায় এর বিকল্প নেই তারা ধোঁকা খান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্ত একটু খুঁটিয়ে দেখলেই জালিয়াতিটি স্পষ্ট হয়। বাংলার পাশাপাশি একটি ইংরেজি ব্লগে সাজানো হওয়া এই খবরের মাথায় লোগো এবং বিজ্ঞাপনে দ্য খড়গপুর পোষ্টকে ব্যবহার করা হলেও ‘রিলেটেড আর্টিকেল অপশন (ছবিতে লাল দাগে চিহ্নিত)যা নিচে তিনটি  অংশে রয়েছে যেখানে এলইডিখবর .টিভি, ওসি রিসিভ এবং জিএসভি কাপের খবর রয়েছে। দ্য খড়গপুর অদ্যপান্ত একটি বাংলা পোর্টাল। তার রিলেটেড পেজও বাংলায় থাকবে তাইনা ? যদিও বাংলায় ছাপানো লিফলেটে আবার খড়গপুর পোষ্টের রিলেটেড আর্টিকেল ব্যবহার করা হচ্ছে ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আমরা আমাদের প্রিয় পাঠকের কাছে জানাতে চাই যে, দ্য খড়গপুর পোষ্টের পক্ষ থেকে এই নির্বাচন উপলক্ষ্যে কোনও ধরনের সমীক্ষা করা হয়নি। এখনও অবধি এরকম সার্ভে অন্য কেউ করেছেন এমনটাও জানা নেই। তবে যেভাবে এই সমীক্ষা রিপোর্টটিকে বিশ্বাস যোগ্যতার মোড়কে পরিবেশন করার চেষ্টা হয়েছে তাতে মনে হচ্ছে যাঁরা এটা করেছেন তাঁরা নিজেরাই প্রদীপ সরকারের পরাজয়ের আতঙ্কে ভুগছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচন ঘোষনার কয়েকদিন পরেই ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের ওপর প্রথম আঘাত আসে। আমাদের ফেসবুক পেজের শেয়ার অপশন ব্লক করে দেওয়া হয় রিপোর্ট করে। সেই ধাক্কা আমরা সামলে উঠেছি আমাদের প্রিয় পাঠকদের অবিশ্বাস্য সাড়ায়। হাজার হাজার পাঠক আবেদন মারফৎ সরাসরি আমাদের লিঙ্কে যুক্ত হয়ে যান। এরপরই এটা দ্বিতীয় আঘাত, যেখানে আমাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করা হল। কারা এসব করছেন এটা সবারই জানা। তাদের ধন্যবাদ আমাদের এতটা গুরুত্ব দেওয়ার জন্য এবং পাশাপাশি ভয় পাওয়ার জন্য । 

RELATED ARTICLES

Most Popular