Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারদলের প্রতীকে নয়, শোষণের জবাব চাইতে ভোটে প্রার্থী দিল কালচিনি উপজাতি সমাজ

দলের প্রতীকে নয়, শোষণের জবাব চাইতে ভোটে প্রার্থী দিল কালচিনি উপজাতি সমাজ

নিউজ ডেস্ক: দরজার কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে আলিপুরদুয়ারের সবচাইতে নজরকাড়া কেন্দ্র কালচিনি। কারণ এই কেন্দ্রে প্রার্থী নিয়ে খুশি নয় শাসক-বিরোধী দুই দলই। দিকে দিকে চলছে বিক্ষোভ। এতকিছুর মাঝেও বিদ্রোহের সুর উপজাতিদের কন্ঠে। কেননা তাদের দিকে ফিরে তাকাচ্ছে না কেউই। আগের থেকেই তারা শোষিত-বঞ্চিত। ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি পেয়েই আসছেন তারা। তাদের সংস্কৃতি, এলাকার উন্নয়ন থেকে যায় সেই তিমিরেই।

এই বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকার বুঝে নিতে তাই বদ্ধপরিকর তারা। কালচিনির সব উপজাতি বরো, গাড়ো, মেচ, রাভা সহ অন্যান্য সমাজের মানুষেরা তাদের মনোনীত প্রার্থীকে নামাচ্ছেন ভোট যুদ্ধে। সম্মিলিত উপজাতি সমাজের প্রার্থী হচ্ছেন বিনয় নার্জিনারী।

কালিচিনির বিভিন্ন উপজাতির মানুষেরা বাম জমানায় ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে তাদের দাবী জানিয়েছিল। পূরণ হয়নি একটিও দাবী। সন্মিলিত উপজাতি সমাজের প্রার্থী বিনয় নার্জিনারী সাংবাদিক সন্মেলন করে জানান, ভোটে জয়ী হলে প্রতিটি উপজাতি সমাজের উন্নয়ন তার লক্ষ্য হবে। আলাদা আলাদা বোর্ড তৈরী করবেন তিনি। এতদিন যে যে বিষয়গুলি থেকে বঞ্চিত হয়েছে কালচিনির উপজাতিরা তাদের সেই অধিকার দেবেন তিনি। তাদের উপর হয়ে আসা শোষণের জবাব দিতে তাদের কোনো দলের প্রতীকের দরকার নেই বলে সাফ জানান বিনয় নার্জিনারী।

কালচিনি বিধানসভায় প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে বিক্ষোভ অব‍্যাহত। রবিবার বিকেলে কালচিনিতে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় বিশাল লামার। এই ঘোষণা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বিজেপি কর্মীরা। ঘেরাও করা হয় আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার বাড়ী। সেদিনের পর এদিনও কালচিনি বিধানসভার বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মার ঘরে গিয়ে বিক্ষোভ দেখান। বিজেপির কর্মী সমর্থকদের দাবী প্রার্থী হিসেবে তারা বিশাল লামাকে মেনে নিতে পারছেন না। তারা প্রার্থী বদল করার দাবীও জানান।

অপরদিকে এদিন আলিপুরদুয়ার জংশন ছিন্নমস্তা কালি মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরিয়ে পড়েন কালচিনি বিধানসভার বিজেপি প্রার্থী বিশাল লামা । এদিন বিশাল জানান সব ঠিক হয়ে যাবে।

RELATED ARTICLES

Most Popular