Homeএখন খবরএপ্রিলের গরম গত ৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছে

এপ্রিলের গরম গত ৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছে

রাজ্যে শীত বিদায় জানানোর আগেই চলে এসেছে গ্রীষ্ম। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রীষ্মের দাপট শুরু হয়ে গেছে।

এই গরমে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিতে সাধারণ মানুষ।বেলা বাড়ার সাথে সাথে গরমের দাপট বাড়তেই থাকে যার কারণে একেবারে নাজেহাল রাজ্যবাসী। এই নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে,এপ্রিল মাসের শুরু থেকেই এই ধরনের ব্যবসা আর্দ্রতা জনিত অস্বস্তি যা কিনা আগামীতে আরো বেশি অস্বস্তিতে ফেলবে রাজ্যবাসীকে।

তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক এর উপরে বিভিন্ন জায়গার। গত দশ বছরের আবহাওয়ার তালিকা যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে মে মাস থেকেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয় রাজ্যে, কিন্তু এবার এপ্রিল মাস থেকেই গ্রীষ্মের দাপট শুরু হয়ে গেছে যার কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ঘরে, যা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছে তারা। তবে হ্যাঁ এই আবহাওয়ার মধ্যেই ভালো খবর শুনিয়েছে আবহাওয়াবিদরা, কারণ আগামী সপ্তাহের মধ্যেই উপকূলের বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

RELATED ARTICLES

Most Popular