নিউজ ডেস্ক: নির্বাচন করা নাড়ছে দরজায়। বিভিন্ন রাজনৈতিক দল শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। এর মধ্যে দেশে বাড়ছে করোনা। করোনা পরিস্থিতিতে বেপরোয়া ভিড়ে প্রচার এড়াতে ভোটারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলিতে করোনা সংক্রমণের আশঙ্কা তুড়িতে উড়িয়ে প্রচারে ভিড় বাড়ানোর প্রতিযোগিতা চলছে। করোনা সংক্রমণ যাতে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে না যায় সেকারণে নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতি বুথে থার্মাল স্ক্রিনিং করতে হবে ভোটারদের। কোভিড বিধি না মানলে ভোট দান করতে পারবেন না ভোটাররা।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বলছেন বিশেষজ্ঞরা। তারমধ্যেই ৫ রাজ্যে ভোট। প্রচার চলছে জোর কদমে। করোনা বিধি না মানলে ভোটাররা ভোট দান করতে পারবেন না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিবুথে ভোটারদের থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি মাস্ক এবং স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে ভোটার এবং ভোটকর্মী উভয়কেই। একই সঙ্গে করোনা সংক্রমণ রুখতে বুথে বুথে হবে কড়া নজরদারি।