ওয়েব ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই চলতি মাসে তার শারীরিক অবস্থার ওপর ক্রমশ ওঠানামা করছে হলুদ ধাতুর দাম। এর জেরে রবিবারের পর সোমবার খানিকটা কমেছে সোনার দর৷ এদিন ডিসেম্বর গোল্ড ফিচারে এমসিএক্সে ১০ গ্রামের দাম ০.৯ % কমেছে। এর জেরে রবিবার ভারতের বাজারে সোনার দাম অনেকটাই কমেছে। সোমবার সোনার দাম দাঁড়িয়েছে ৫০, ১৩০ টাকা। ফলে এদিন আন্তর্জাতিক বাজারে সোনায় বিনিয়োগ আপাতত বেশ খানিকটা বেশি।
এদিকে ভারতের বাজারে সোনার দাম কমলেও একই সাথে এদিন কলকাতাতেও অনেকটাই নাগালে হলুদ ধাতুর দর। সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম সোনার দাম ৪৯৪২০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৪৯৪২০০ টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেট নয়, পাশাপাশি এদিন ২৪ ক্যারেটে সোনার ১০ গ্রামের দাম ৫০৪২০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৪২০০ টাকা। ফলে চলতিমাসের দ্বিতীয় সপ্তাহের সোনার দাম শহরবাসীকে খানিকটা স্বস্তি দিয়েছে বলেই মনে করা হয়েছে।
এদিকে এদিন সোনার সঙ্গে পাল্লা দিয়ে পড়েছে রুপোর দামও। সোমবার এমসিএক্সে প্রতি কেজিতে রুপোর দাম কমেছে ০. ৪ %। এদিন কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬০.৬০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৪৮৪.৮০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬০৬ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬০৬০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬০৬০০ টাকা।
তবে কলকাতার পাশাপাশি সোমবার দেশের অন্যান্য শহরগুলিতেও খানিকটা নিম্নমুখী সোনার দাম। চেন্নাইতে এদিন ২২ ক্যারেট সোনার দাম ৪৮,০২০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে এদিন সোনার দাম ৫২,৩৮০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ৪৮, ৯৮০ টাকা ২২ ক্যারেটে, ২৪ ক্যারেটে ৪৯,৯৮০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটের দাম ৪৮,৯০০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫৩,৩৫০ টাকা।