নিউজ ডেস্ক: যৌন নিগ্রহের অভিযোগে সিআরপিএফ-এর ডিআইজি তথা অর্জুন পুরষ্কার জয়ী সাঁতারু খাজান সিংকে নির্বাসিত করল সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স। একই অভিযোগে সুরজিৎ সিংহ নামক আরও এক ইন্সপেক্টরকে নির্বাসিত করেছে সিআরপিএফ।
সিআরপিএফ-এর ডিআইজি পদে থাকা খাজান সিং ফোর্স-এর প্রধান ক্রীড়া আধিকারিক পদের দায়িত্বও সামলাতেন। সিআরপিএফ-এর একজন মহিলা কনস্টেবল অভিযোগ করেছিলেন, খাজান সিং ও কুস্তি কোচ সুরজিত্ সিং তাঁকে যৌন নিগ্রহ ও ধর্ষণ করেছেন দিনের পর দিন।
২০১০ সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন সেই মহিলা কনস্টেবল। তিনি খাজান ও সুরজিতের বিরুদ্ধে নয়াদিল্লির দ্বারকার বাবা হরিদাস নগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। খাজান সিং তাঁকে যৌন নিগ্রহ করেছেন এই অভিযোগ ওই মহিলা আগেও করেছিলেন। ৩০ বছর বয়সী ওই মহিলা কনস্টেবলের অভিযোগ, খাজান সিং প্রভাব খাটিয়ে বারবার তাঁকে অভিযোগ তুলে নিতে বাধ্য করেছেন। কিন্তু এবার সেই মহিলার অভিযোগের ভিত্তিতে খাজান সিংয়ের বিরুদ্ধে তদন্তের জন্য কমিটি গঠন করে ফোর্স। সেই তদন্ত এখনও চলছে। তবে খাজান বা সুরজিত্ যাতে তদন্তে প্রভাব খাটাতে না পারে তাই তাঁদের দুজনকে নির্বাসিত করেছে সিআরপিএফ।
ন্যাশনাল চ্যাম্পিয়ন খাজান সিং ১৯৮৪ সালে অর্জুন পুরস্কার অর্জন করেছিলেন। ১৯৮৬ সালে সিওলে এশিয়ান গেমসে তিনি দেশের হয়ে রূপোর পদকও জিতেছিলেন। এমন একজন প্রাক্তন ক্রীড়াবিদের বিরুদ্ধে যৌন নিগ্রহের মতো মারাত্মক অভিযোগ ওঠায় সিআরপিএফ-এর অন্দরেও অস্বস্তি বেড়েছে। এদিকে, ওই মহিলা আবার দাবি করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রক পর্যন্ত খাজান সিংয়ের প্রভাব রয়েছে। আর তার জোরেই বারবার অভিযোগ ওঠা সত্ত্বেও প্রাক্তন সাঁতারুর বিরুদ্ধে কোনও তদন্ত হয়নি। আবার ৩০ বছরের ওই মহিলা কনস্টেবল নিজেও একজন ক্রীড়াবিদ। তিনি ফোর্সের হয়ে অনেক ইভেন্টে পদকও জিতেছেন।