Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরনির্বাচনের আগের দিনই বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, আতঙ্ক কালিয়াগঞ্জে

নির্বাচনের আগের দিনই বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে বোমা উদ্ধার, আতঙ্ক কালিয়াগঞ্জে

নিউজ ডেস্ক: নির্বাচনের আগের দিন কালিয়াগঞ্জ বিধানসভার বরুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়ার এক বিজেপি কর্মীর বাড়ির পাশ থেকে এক বস্তা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । ঘটনাটি ঘিরে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরী করতে তৃণমূল কংগ্রেস এই বোমাগুলো রেখে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিজেপি ভয় পেয়ে গিয়েছে তাই নিজেরাই বোমা রেখে শাসক দলের নামে বদনাম করছে। এটা বিজেপি দলের নীতি হয়ে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ভোটগ্রহন , তার আগের দিন কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতের দক্ষিন গোয়ালপাড়ার ২৬৬ নম্বর বুথ এলাকায় বিজেপি কর্মী বিকাশ সরকারের বাড়ির সামনে মিলল এক বস্তা তাজা বোমা।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে পঞ্চম দফার নির্বাচন সমাপ্ত হয়েছে। প্রতিবারই ভোটের আগের দিন থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। কোথাও বোমাবাজি, কোথাও বিজেপি কর্মী বা তৃণমূল কর্মীর ঝুলন্ত বা রক্তাক্ত দেহ উদ্ধার ইত্যাদি। আর এবার ষষ্ঠ দফা নির্বাচনের আগেও সেই একই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল উত্তরের জেলায়।

RELATED ARTICLES

Most Popular