Homeএখন খবরশুরু হয়ে গিয়েছে IIT JAM ২০২১ এর আবেদনের প্রক্রিয়া, অনলাইনেই হবে রেজিষ্ট্রেশন

শুরু হয়ে গিয়েছে IIT JAM ২০২১ এর আবেদনের প্রক্রিয়া, অনলাইনেই হবে রেজিষ্ট্রেশন

ওয়েব ডেস্ক : করোনা আবহে গোটা দেশে ইতিমধ্যেই JEE প্রবেশিকা পরীক্ষা হয়ে গিয়েছে৷ শুক্রবার তাঁর ফলাফলও প্রকাশ হয়ে গিয়েছে। রবিবার NEET পরীক্ষাও অনুষ্ঠিত হতে চলেছে৷ এর মাঝেই জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২১ (JAM) এর দিনক্ষণ ঘোষণা করে ফেলল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এবিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স(IISC) এর ডিরেক্টর গোবিন্দন রাঙ্গারাজন জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি IIT JAM ২০২১ অনুষ্ঠিত হবে।

IIT JAM ২০২১ এর অনলাইন আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা jam.iisc.ac.in এ গিয়ে JAM অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমের লিঙ্কের মাধ্যমে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২১ (JAM) এর জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের শেষদিনও স্পষ্ট করা হয়েছে৷ আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২০।

কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে৷ প্রথমে IIT JAM ২০২১ এর অফিশিয়াল ওয়েবসাইট, jam.iisc.ac.in যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে Candidate Portal ট্যাবটিতে বৈধ ইমেল এড্রেস, একটি কার্যকারী মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর রেজিস্ট্রেশনটি সফল হলে আবেদন ফর্মটি পূরণ করে ফর্মের সাথে প্রার্থীর সমস্ত প্রাসঙ্গিক তথ্য আপলোড করতে হবে৷ সেই সাথে আবেদনকারীকে আবেদন ফি প্রদান করতে হবে। সমস্ত প্রসেসিং ক্লিয়ার হলে “Submit” অপশনে ক্লিক করতে হবে।

RELATED ARTICLES

Most Popular