মল খালি করে দিচ্ছেন জওয়ানরা |
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনার স্বাক্ষী রইল থাইল্যান্ড। এক কমান্ডেন্ট সহ ২১জন সহকর্মীকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে হত্যা করল সে দেশের এক সেনা জওয়ান। ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জওয়ান। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশংকা করছেন সে দেশের সেনাবাহিনী ও পুলিশ। গোটা ঘটনাই করা হয়েছে ফেসবুক লাইভ করে। আর তার পুর্বে নিজের সেলফি তুলে তা স্যোশাল মিডিয়ায় পোষ্টও করেন ওই জওয়ান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তর-পূর্ব থাইল্যান্ডের মং জেলার নাখন রাচসিমা শহরে থাইল্যাণ্ড থাইল্যান্ডের স্থানীয় সময় রবিবার দুপুর তিনটে যা ভারতীয় সময় অনুযায়ী শনিবার দুপুর দেড়টা। হামলাকারী ওই সেনাকর্মীর নাম জাক্রাপন্থ থোম্মা (৩২)। নাগাদ নাখন রাচসিমা শহরের এক সেনা ক্যাম্পে নিজের কমান্ডারকে প্রথম গুলি চালিয়ে খুন করে সে। তাকে বাধা দিতে গেলে দুই সহকর্মীর ওপরেও এলোপাথাড়ি গুলি চালায়। তার সেখান থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পালায়। পরে সন্ধেবেলায় গিয়ে পৌঁছায় স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরে সেখানে কয়েকজনের ওপরে গুলি চালিয়ে পৌঁছে যায় পাশের টার্মিনাল ২১ নামে একটি শপিংমলে।
সেলফি তুলে এই ছবি পোষ্ট করেন থোম্মা |
থাইল্যান্ডে বর্তমানে একটি ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটির মরশুম চলছে। তাই ওই শপিংমলে যথেষ্ট ভিড় ছিল। এখানে পৌঁছানোর পর হাতে থাকা রাইফেল নিয়ে নিজের একটি সেলফি তোলে। তারপর ফেসবুক লাইভ করে সবার ওপরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বেশ কয়েকটি গ্রেনেডও ছোঁড়ে। এর জেরে ঘটনাস্থলেই কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়। জখম হন আরও একাধিক জন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে ফেসুবকে ওই সেনাকর্মী লেখে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তবে কী এবার আত্মসমপর্ণ করা উচিত। তাঁর পোস্টের কিছুক্ষণ পর ফেসবুকের তরফে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত জাক্রাপন্থ থোম্মা নামে ওই সেনাকর্মী শপিংমলে লুকিয়ে আছে। তাকে গ্রেপ্তার করতে পারেনি। শপিংমলটি খালি করে দেওয়া হয়েছে এবং গোটা মল ঘিরে রেখেছে সেনা কর্মীরা। তাঁকে আত্মসমর্পনের জন্য বারংবার নির্দেশ দেওয়া হচ্ছে।