বিশেষ প্রতিবেদন ; আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই মারণ রোগ করোনার ব্যাপারে । আজকের তারিখে করোনা হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের আরেক নামও । যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন ভারত এখন করোনার স্টেজ ২ তে রয়েছে । কিন্তু এই নভেল করোনা গ্রাস করেছে অনেক দেশকে। সেই তালিকায় বাদ যাইনি মার্কিন মূলকও । করোনার ত্রাসে বেসামাল মার্কিন যুক্তরাষ্ট্র । এর মধেই মার্কিন যুক্ত রাষ্ট্রে আক্রান্ত ৬৪৮৮ , যাদের মধ্যে মৃতের সংখ্যা প্রায় ১১২ জন । তার সাথেই ক্রমেই ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৮০ ছুই ছুই ।
এই মত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন যে ইন্টারনেট জায়ান্ট আলফাবেটদের একটি ওয়েবসাইট তৈরি করতে । যেই ওয়েবসাইট ব্যবহার করে মার্কিন নাগরিকরা নিজেরাই দেখতে পারবেন তাদের করোনার লক্ষন আছে কিনা ? বা থাকলেও তার কি করনীয় ।
এরমধেই এই নির্দেশ পালনে মার্কিন সংস্থা গুগুল এগিয়ে এসেছে। তারা এক বিশেষ টুইট করে জানিয়েছেন , গুগল এক্স ল্যাব একটি হেল্প বিজনেস ইউনিটের সাহায্যে নতুন একটি সুবিধা বা টুল বানানোর কাজ শুরু করেছেন । যেখান থেকে জানা যাবে কোভিড-১৯ কোন ব্যক্তির শরীরে পজিটিভ কিনা । এই খবর পাওয়া মাত্রই ট্রাম্প গুগুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।
Statement from Verily: “We are developing a tool to help triage individuals for Covid-19 testing. Verily is in the early stages of development, and planning to roll testing out in the Bay Area, with the hope of expanding more broadly over time.
— Google Communications (@Google_Comms) March 13, 2020
এই নিয়ে ট্রাম্প একটি টুইটও করেন । সেখানে বলেন ‘গুগল একটি ওয়েবসাইট তৈরিতে সাহায্য করছে কাদের দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার প্রয়োজন আছে তা জানানোর জন্য।’ সুত্রের খবর এই বিশেষ সুবিধা প্রথম নিতে পারবে সানফ্রানসিসকোর বাসিন্দারা । পরে পরে এর বিস্তার ঘটানো হবে সারা বিশ্বে । অবশ্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এর জন্য