Homeএখন খবরপ্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ৫

প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ৫

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েকটি দিন তারপরই ভারতের বৃহত্তর গনতান্ত্রিক উৎসব প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতা দিবসের মতই ভারতীয় প্রজাতন্ত্রের মর্যাদাপুর্ন ও আড়ম্বর সহযোগে পালিত হয় এই অনুষ্ঠান। নিজেদের অস্থিত্ব জানান দিতে আর বিশ্বের নজর কাড়তে ঠিক এরকমই সময়কে নাশকতার জন্য বেছে নেয় বিভিন্ন জঙ্গি সংগঠন গুলি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সে রকমই এক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের একটি বড় জঙ্গি হামলাকে প্রতিহত করল পুলিশ । শ্রীনগর পুলিশ একথা জানিয়েছে বৃহস্পতিবার। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পাঁচ জঙ্গিকে তাদের কাছে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। আটকদের নাম আজিজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, সাহিল ফারুক গজরি ও নাসির আহমেদ মির। তারা শ্রীনগরের হজরতবলের বাসিন্দা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ‘স্পেশাল স্ট্যাটাস’ তুলে নিয়ে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর থেকে সেখানে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সম্প্রতি তা একটু একটু করে তুলতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সামনে এল বড় জঙ্গি হামলার পরিকল্পনার কথা।

RELATED ARTICLES

Most Popular