Homeআবহাওয়াবঙ্গে বাড়ছে তাপমাত্রা, একাধিক জায়গা বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

বঙ্গে বাড়ছে তাপমাত্রা, একাধিক জায়গা বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

ওয়েব ডেস্ক: দূর্গাপুজো শেষ হতেই শীতের আমেজ পড়তে শুরু করেছিল বাংলায়। কিন্তু গত দু’দিনে ফের আবহাওয়ার পরিবর্তন হয়ে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। গত কয়েকদিনের তাপমাত্রা ২০°-র নীচে নামলেও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০-র ঘরে। এদিকে শুধুমাত্র জেলাগুলিতেই নয়, কলকাতাতেও একই অবস্থা। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে প্রায় দেড় ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী দু-তিন দিনে ৩-৪° পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে রাতের দিকে তাপমাত্রা বেড়ে গেলেও ভোরের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে। পাশাপাশি যেহেতু তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে, সেকারণে স্বাভাবিকভাবেই দিনের বেলা গরম অনুভব করবে রাজ্যবাসী।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১° সেলসিয়াস। এদিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা বাড়লেও আগামী কয়েকদিন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার আকাশে ঘন কুয়াশার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মৌসম ভবন। এর জেরে উত্তরবঙ্গেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। একই সাথে আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে উত্তরপ্রদেশেও। এদিকে একেই শীতের দাপট তার ওপর চলতি সপ্তাহের বৃহস্পতিবার ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে ঢুকতে পারে বলেই আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর জেরে আগামী বৃহস্পতি -শুক্রবার অসম, মেঘালয়, নাগাল্যান্ড সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

এর জেরে সেই শীতল হাওয়ায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও বেশ খানিকটা নামার সম্ভাবনা রয়েছে। ফলে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। এদিকে দক্ষিণ ভারতের তামিলনাডু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপ এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব ও বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্তের জেরে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের।

RELATED ARTICLES

Most Popular