Homeএখন খবরপ্রয়াণ দিবসে মালা পড়েনি দুপুর পর্যন্ত, বিকেলে মেদিনীপুরের বিবেকানন্দ মূর্তিতে মালা পরিয়ে...

প্রয়াণ দিবসে মালা পড়েনি দুপুর পর্যন্ত, বিকেলে মেদিনীপুরের বিবেকানন্দ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানালেন দুই শিক্ষক

নিজস্ব সংবাদদাতা: শনিবার ছিল স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের বটতলা ও জজকোর্টে থাকা বিবেকানন্দ মূর্তিতে কেউ মাল্যদান করেননি। দুপুরে বিষয়টি নজরে আসে মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার।

বিকেলে সুদীপ বাবু জলের বালতি ও ফুলের মালা নিয়ে হাজির হন বটতলার বিবেকানন্দ মূর্তির পাদদেশে। ডেকে নেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা কেশপুরের মহিষাগেড়্যা এএম‌এ হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে।

দু’জনে মিলে বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি জজকোর্টে গিয়েও তাঁরা অরবিন্দ নগরে থাকা বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন।

সুদীপ বাবু বলেন,আমরা শহরবাসীর পক্ষ থেকে মাল্যদানের মাধ্যমে বিবেকানন্দকে শ্রদ্ধা জানালাম। পাশাপাশি সুদীপবাবু আরও বলেন, বটতলার মূর্তিটির অবিলম্বে সংস্কার ও রঙ করা প্রয়োজন।

RELATED ARTICLES

Most Popular