বিশ্বজিৎ দাস: তৃতীয় দফায় ‘ল্যান্ড স্লাইড ভিক্ট্রি’ মনোবল বাড়িয়েছে মুখ্যমন্ত্রীর। মানুষের অপার আস্থা শক্তি বাড়িয়ে দিয়েছে অনেক খানি। এবার আরও জনকল্যানকামী হয়ে ওঠার লক্ষ্যে বড়সড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন মামলা মোকদ্দমায় ঝুলে থাকা সমস্ত শিক্ষক পদে নিয়োগ করতে বদ্ধ পরিকর তাঁর সরকার।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহু জায়গায় অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সেই নিয়ে আদালাতে একাধিক মামলা দায়ের হয়েছে। যার কারণে গত সাত বছর ধরে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। চাকরি-প্রার্থীরা একাধিকবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবার সে সব সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষক নিয়োগে তৎপর সরকার এবং সেটা পূজার আগেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে সেই কারণেই এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দিলেন।রাজ্যে চাকরির ক্ষেত্রে বড়োসড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আপার প্রাইমারি এবং প্রাইমারিতে ২৪,৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পন্ন হবে পুজোর আগেই।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান,আদালতে মামলা চলার জন্য এতদিন পর্যন্ত রাজ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ ছিল। এবার সেই প্রক্রিয়া চালু করা হচ্ছে। তিনি আরও জানান, পুজোর আগে ২৪,৫০০ জন শিক্ষক নিয়োগ করার পাশাপাশি পুজোর পর আরও সাড়ে সাত হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
পুজোর আগে ও পুজোর পর রাজ্যে সবমিলিয়ে মোট ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে প্রাইমারি ও আপার প্রাইমারিতে। তাঁর মতে এই নিয়োগের ফলে রাজ্যের স্কুলগুলির অনেক সুবিধা হবে। স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি মিটবে। এদিন মুখ্যমন্ত্রী জনসাধারণকে আশ্বস্ত করে জানান, স্বচ্ছতার সঙ্গে হবে নিক্ষক নিয়োগের প্রক্রিয়া।
তিনি বলেন, “মেধাই তাঁদের পরিচয় হবে৷ কারও কাছে লবি করার প্রয়োজন নেই। যারা যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, সেই যোগ্য ব্যাক্তিরা প্রত্যেকেই চাকরি পাবেন। আদালতে মামলা চলছিল বলে এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল।”