নিউস ডেস্কঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন টেট পরীক্ষা কোন নিয়োগের পরীক্ষা নয়। অনেকদিন ধরেই তৃণমূল বিরোধী দলগুলি টেট নিয়ে বিতর্ক তৈরি করে আসছে।
এবার স্পষ্ট উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, চাকরিতে নিয়োগ-সহ টেট পরীক্ষা নিয়ে কোনও দুর্নীতি হয়নি। একই সঙ্গে তিনি জানান, টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয়।
বিধানসভা নির্বাচনের প্রার্থী পার্থ বাবু স্বাভাবিক ভাবেই ব্যস্ত প্রচারে, তার ফাঁকেই এই কথা জানিয়েছেন তিনি।
এদিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘টেট নিয়ে কোনও দুর্নীতি হয়নি। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সে কথা জানিয়েও দিয়েছে। সব ঠিক আছে।’ শিক্ষামন্ত্রী হিসাবে ১০ নম্বরে নিজেকে ৯ দেবেন বলেও জানালেন তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক কম হয়নি। সেই বিষয়ে পার্থবাবু বলেন, ‘মোটেও আটবার প্রশ্নপত্র ফাঁস হয়নি। একবারই একটা গণ্ডগোল দেখা দিয়েছিল। এখনকার প্রযুক্তির যুগে নানা ঘটনা ঘটে। এখন প্রশ্ন ফাঁস হওয়া প্রায় রোজকার ঘটনা। আগেও হয়েছে। প্রচার হত না।’
টেট পরীক্ষা নিয়ে তিনি বলেন, ‘টেট কোনও চাকরি নয়, এলিজিবিলিটি। গ্র্যাজুয়েট হওয়া মানেই তো চাকরি হচ্ছে না। কেন্দ্র তো বছরে দু’বার টেট পরীক্ষার ব্যবস্থা করে। কিন্তু তাতে তো চাকরি হচ্ছে না। রাজ্য সরকারকে বদনাম করার জন্যই ফুলিয়ে ফাঁপিয়ে এসব প্রচার করা হচ্ছে।’
এছাড়া শিক্ষামন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের অনেকে বামপন্থী প্রার্থীই তো চাকরি পেয়েছেন। তারা মেধার জন্যই পেয়েছে। আমি আবার বলছি, টেট একটি এলিজিবিলিটি।’