Homeএখন খবর১লা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে টাটা-খড়গপুর, হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, ভাড়া বাড়িয়ে ছুটবে...

১লা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে টাটা-খড়গপুর, হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, ভাড়া বাড়িয়ে ছুটবে বেলদা দাঁতনের বাঘাও, দেখে নিন সময়সূচি

অভিনন্দন রানা: দফায় দফায় অবরোধ আন্দোলনের পর অবশেষে খুশির খবর বেলদা দাঁতন সহ সংলগ্ন এলাকার জন্য। চালু হচ্ছে তাঁদের আদরের বাঘা বা বাঘাযতীন প্যাসেঞ্জার। যদিও দ্বিগুণেরও বেশি ভাড়া বাড়তে চলেছে করোনা কালে স্পেশাল হয়ে যাওয়া এই হাওড়া-ভদ্রক প্যাসেঞ্জার ট্রেনটির। পাশাপাশি সময় বদলে চালু হচ্ছে ধৌলি এক্সপ্রেসেও। ফলে খড়গপুর, বেলদা, দাঁতনের বিস্তীর্ণ এলাকার সাথে কলকাতা তো বটেই ওড়িশার সাথেও রেল যোগাযোগ পুনরায় স্থাপিত হল।

আগামী পয়লা ফেব্রুয়ারি থেকেই রোজ এই ট্রেন গুলি চলবে। তবে দুটি ট্রেনই সম্পুর্ন সংরক্ষিত ট্রেন হিসেবে চলবে। ফলে আগে থেকে রিজার্ভেশন না থাকলে ওঠা সম্ভব হবেনা। লকডাউন পরবর্তী সময়ে একাধিক জায়গায় ট্রেন চলাচল চালু হলেও বেলদা এবং দাঁতন এলাকার কোনো ট্রেন চালু করা হয়নি। ফলে এলাকার ব্যবসা বাণিজ্যেও তার প্রভাব পড়ছিল। শুধু খড়গপুর- ভদ্রক নয়, সাথে সাথেই এক জোড়া খড়গপুর টাটা মেমু লোক্যালও চালু করা হচ্ছে এই একই দিন থেকে।

তবে ট্রেন চালু হলেও সবচেয়ে আলোচনা কেন্দ্রে যে খবরটি সেটি হল, এক ধাক্কায় বাঘাযতীন প্যাসেঞ্জারের ভাড়া প্রায় দ্বিগুন বেড়ে যাওয়া। আমরা আমাদের পোর্টালে প্রায় এক বছর আগেই জানিয়েছিলাম রেল বেশ কিছু লোক্যাল ট্রেনকে এক্সপ্রেসে রূপান্তরিত করতে চলেছে। তার অঙ্গ হিসেবেই ইতোপূর্বে খড়গপুর গোমো, আসানসোল মেমু দুটিকে এবং হাওড়া চক্রধরপুর বোকারো প্যাসেঞ্জারটিকে এক্সপ্রেসে রূপান্তরিত করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল বাঘাযতীন প্যাসেঞ্জার। নতুন চালু হওয়া ট্রেনটি বাঘাযতীন প্যাসেঞ্জারের সময় সূচি নিয়ে চললেও এটি সম্পূর্ণ ভাবে সংরক্ষিত থাকবে। তবে পরিবর্তন হয়েছে ধৌলি এক্সপ্রেসের সময় সুচী।

এক নজরে চালু হতে যাওয়া ট্রেনের সময় সূচি-

———————————————————————

——————————————————————–


উল্লেখ্য অন্য জায়গার ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃরাজ্য হওয়ায় আটকে ছিল ভদ্রক কিংবা টাটা লোকাল গুলি। আর এই নিয়ে সমস্যায় পড়েছিলেন খড়গপুরের দক্ষিণ প্রান্তের জনপদগুলি। বিশেষ করে বেলদা, নারায়নগড়, দাঁতনের মত জায়গার মানুষরা। তিক্ত বিরক্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানুয়ারি মাসেই দু’দফায় আন্দোলনে নামে। ১৩ই জানুয়ারি বেলদা স্টেশন মাস্টার কে ঘেরাও করেন বেলদা-হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী কল্যাণ সমিতি। ১৮তারিখ বেলদা স্টেশনে রেল অবরোধে সামিল হন সাউথ বেঙ্গল ট্রেডার্স আ্যশোসিয়েশনের সদস্যরা।  আরও নিশ্চিত হতে রেলের দেওয়া সময় সুচি মিলিয়ে নিন।

RELATED ARTICLES

Most Popular